তারুণ্য ঝুঁকেছে ট্যাটুতে [ভিডিও স্টোরি]
২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫২
একটা সময় ছিল যখন চলচ্চিত্র বা খেলাধুলা জগতের জনপ্রিয় তারকাদের শরীরে নানারকম ট্যাটু বা উল্কি দেখা যেত। কিন্তু চিত্রটা এখন বদলেছে। বেশ কয়েকবছর ধরে বাংলাদেশে তরুণদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে ট্যাটু। ঢাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ট্যাটু স্টুডিও।
ট্যাটুর প্রচলন হয় আজ থেকে পাঁচ হাজার বছর আগে মিশরে। সেই সময়ের এক পুরুষ মমির শরীরে একটি ষাড় ও একটি ভেড়ার উল্কি দেখা যায়।
মূলত ট্যাটু একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে। কেউ আঁকেন প্রিয় মানুষের ছবি, কেউ প্রিয় নাম, কেউ কোনো সাংকেতিক শব্দ বা অন্য কোন লেখা। আগ্রহী ব্যক্তির পছন্দ অনুযায়ী বিভিন্ন রঙের মাধ্যমে তীক্ষ্ণ সূচের সাহায্যে ট্যাটু আর্টিস্ট ট্যাটু করে থাকেন। মানুষের শরীরের সাত স্তরের চামড়ার দ্বিতীয় স্তর কেটে কালি বসিয়ে ট্যাটু করা হয়। যেহেতু চামড়া কেটে উল্কি আঁকা হয় সেহেতু কিছুটা ব্যথাও অনুভূত হতে পারে।
চামড়ার স্তর কেটে কালি ঢুকিয়ে ট্যাটু করা হয় বলে অনেকের মধ্যে চর্মরোগ বা স্থায়ী ট্যাটু করা নিয়ে কিছুটা ভয় কাজ করলেও দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে ট্যাটু বা উল্কি।
https://youtu.be/XDUgh–lJuo