এই শীতেও ফ্রিজ থাকবে ঝকঝকে
৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৬
লাইফস্টাইল ডেস্ক
ফ্রিজ পরিষ্কার করতে হবে, তাও আবার এই হাড় কাঁপানো ঠান্ডায়। ভাবতেই হয়ত আপনার ভ্রু কুঁচকে যেতে পারে। আলসেমি করে পরে করবেন ভেবে অপরিষ্কার অবস্থায় ফেলে রাখতে পারেন আপনার প্রিয় ফ্রিজটি। পরে তা দেখে নিজের মাথার চুল ছেঁড়ার ইচ্ছেও হতে পারে! এ ঝঞ্ঝাট এড়াতে সহজ ও প্রয়োজনীয় কিছু টিপস্ মেনে বিনা ঝঞ্ঝাটেই পরিষ্কার করে ফেলুন আপনার ফ্রিজটি।
১. ফ্রিজ পরিষ্কার করার সময় খাবার বা খাবারের বক্স গুলো বের করে ফেলুন। ফ্রিজের খাবারগুলো ঠান্ডা জায়গায় রাখুন।
২. ফ্রিজ পরিষ্কারের সময় ফ্রিজ আনপ্লাগ্ড করে রাখুন। পরিষ্কারের পর প্লাগইন করতে ভুলবেননা।
৩. খাবার সবসময় সাজিয়ে রাখুন। মাংস, মাছ বা পানি জাতীয় খাবারগুলো ফ্রিজের উপরের দিকে না রেখে নিচের দিকে রাখুন।
৪. ফ্রিজ পরিষ্কারের পর খাবার বা অন্যান্য জিনিসপত্র ফ্রিজে উঠানোর আগে ভালো করে মুছে রাখুন।
৫. সপ্তাহে একবার হলেও নিয়ম করে ফ্রিজ পরিষ্কার করুন।
৬. পরিষ্কারের সময় নরম স্পঞ্জ, পরিষ্কারক স্প্রে, সাবান, তোয়ালে, পুরাতন টুথব্রাশ, স্টেইনলেস স্টিল ক্লিনার, মাইক্রোফাইবার কাপড় রাখুন।
৭. যেহেতু ফ্রিজে সবসময় অনেক বিদ্যুৎ খরচ হয় তাই সবসময় ফ্রিজের সেটিংস ঠিক করে রাখতে হবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় ব্যবহার করতে হবে।