রাশিফল
৪ ডিসেম্বর ২০১৭ ১৩:০৮ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ১৬:১৩
ডিসেম্বর ৬, ২০১৭, বুধবার
মেষ
কারো প্রশংসা পেলে অবাক হবেন না। আপনি একটা সুন্দর মনের মানুষ। সুন্দর মনেই গ্রহণ করুন ভালোবাসা। ধন্যবাদের সাথে মিষ্টি হাসি দিতে ভুলবেন না যেন!
বৃষ
আজ যদি হঠাৎ দেখা হয়ে যায় আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে, অবাক হবেন না। আজ রাশিতে সারপ্রাইজ যোগ আছে। হেসে কথা বলুন তার সাথে। মন ভালো থাকবে।
মিথুন
আপনি তো মনের কথা মনে চেপে রাখতে পারেন না, তাই না? দরকার নেই। যা আছে মনে, বলে ফেলুন খোলামেলা।
কর্কট
বিপদে যে বন্ধুরা আপনার পাশে থাকে, তাদের আজ নতুন করে চিনতে পারবেন। দূরে কোথাও যাবার সুযোগ আসলে ঘুরে আসুন, ভালো লাগবে।
সিংহ
যাকে বন্ধু ভেবে এসেছেন, সে বন্ধু নাও হতে পারে। কথাবার্তা শেয়ারিংয়ে সতর্ক থাকুন।
কন্যা
পৃথিবীতে কে কখন সারপ্রাইজ পাবে, কেউ জানে না। তৈরি থাকুন সারপ্রাইজের জন্য।
তুলা
যাকে ভালো লাগে, তাকে সেটা জানিয়ে দেয়াই ভালো। অযথা দেরি করে লাভ কি? আজ একটা শুভ দিন।
বৃশ্চিক
নিজের মধ্যে ডুবে থাকতে আপনার ভালো লাগে আর সেটা আপনার বন্ধুরা জানে। কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকম হলে মন্দ না কিন্তু!
ধনু
অনেক হিসাব নিকাশ করেও শেষ পর্যন্ত সব ঠিকঠাক মত হয়ে ওঠে না। সেজন্য একটু বিষন্নতা আসতেই পারে। ভেঙ্গে পড়বেন না।
মকর
আপনি একটা প্রতিভাবান মানুষ। এটা ভুলে যাবেন না। লক্ষ্য স্থির রাখুন।
কুম্ভ
খুব ভালোবাসেন যাকে সে যদি দূরে থাকে, তবে আপনি খুব বিষাদে ভোগেন। দূরত্ব ঘোচাতে উদ্যোগী হতে হবে আপনাকেই।
মীন
আপনার সিক্সথ সেন্স প্রবল। এটা অনুভব করুন। সামনে ভালো কাজের সুযোগ অপেক্ষা করছে।
সারাবাংলা/ এসএস