Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলের ফোঁটা-২: যেখানে শাড়িই ক্যানভাস


১৭ এপ্রিল ২০১৯ ১৫:০৮

ঢাকা: রাজিধানী ঢাকার বনানীর ‘যাত্রা বিরতি’তে চলছে চিত্রশিল্পী পীযূষকান্তি সরকারের একক শিল্প প্রদর্শনী। ‘জলের ফোটা-২’ শীর্ষক শিল্প প্রদর্শিনীটি শুরু হয়েছে ১১ এপ্রিল থেকে। শিল্প প্রদর্শনীতে চিত্রশিল্পী পীযূষের হাতে আঁকা ১৫টি শাড়ি প্রদর্শন করা হচ্ছে।

জলের ফোঁটা -২

বাংলার প্রকৃতি ও সংস্কৃতি তার ছবি আঁকার বিষয়। পিযুষের চিত্রকর্মের ক্যানভাসে তাই ফুটে ওঠে আবহমান বাংলার নদী-জল-প্রকৃতির চিত্র। তারই ধারবাহিকতায় এবার বাংলার প্রকৃতির সৌন্দর্যকে অন্য মাত্রা দিতে চিত্রশিল্পী পীযূষ শাড়িতে ছবি আঁকার পরিকল্পনা করেন। বেছে নেন বাংলার আরেক ঐতিহ্য মসলিন শাড়ি। আর এসব শাড়িতে তিনি নিপুণ হাতে ফুটিয়ে তোলেন বাংলারই পরিচিত পাঁচটি ফুল— পদ্ম, কাঠগোলাপ, পলাশ, শিউলি ও অপরাজিতা। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন জল রঙ আর এঁকেছেন প্রাচ্যরীতিতে।

১১ এপ্রিল শিল্প প্রদর্শনীটি উদ্বোধন করেন চিত্রশিল্পী ড. ফরিদা জামান ও নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শর্মিলা বন্দ্যোপাধ্যায়। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি  চলবে শুক্রবার (১৯ এপ্রিল) পর্যন্ত।

সারাবাংলা/আরএফ 

জলের ফোঁটা পীযূষকান্তি সরকার মনোজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর