Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের দেয়ালে আয়না!


২৩ জানুয়ারি ২০১৮ ১৪:৪৫

ঘরের দেয়ালে আয়না মানে যেন একটা চলে ফিরে বেড়ানো জানালা!  ছোট্ট বাসা খোলামেলা লাগেনা দেখে মন খারাপ করার দিন শেষ। দেয়ালে ঝুলিয়ে দিন মেঝে থেকে পুরো দেয়াল জোড়া আয়না। এতে ঘরের আয়তন তো বাড়বেই, মুহুর্তে ঘরের পরিবেশে বেশ একটা নাটকীয় আবহ চলে আসবে। আর আয়নাটি ডেকোরেটিভ হলে তা ঘরের সৌন্দর্যে আলদা মাত্রা যোগ করবে।

খাবার ঘর, সরু প্যাসেজ বা শোবার ঘরের দেয়ালে জানালা বা আলোর বিপরীতে আয়না রাখুন। এতে আলোর প্রতিফলন ঘটে ঘর বড় আর খোলামেলা দেখাবে। বাসা বড় হলে ভারি ডিজাইন করা বড় আয়না ঝোলাতে পারেন আর বাসা ছোট হলে সরল ফ্রেমের আয়না বেছে নিন। আপনার পছন্দ ডিজাইন করা আয়না, কিন্তু বাসা ছোট। সেক্ষেত্রে দেয়ালে ঝোলান ছোট আকারের আয়না। আয়না রাখতে পারেন বসার ঘরে কিংবা বারান্দাতেও। আজকাল, কাঠ ছাড়াও মাটি, রট আয়রন, বেত, বাঁশ, কাগজ, সিরামিক, মেটাল ইত্যাদির তৈরি নানা ধরণের আর আকারের আয়না পাওয়া যায়। এসব থেকে বেছে নিন আপনার পছন্দের আয়নাটি।

 

 

সারাবাংলা/আরএফ/এসএস

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর