এবার আরো কম দামে মিলছে ক্যাটস আই পণ্য
২ অক্টোবর ২০১৮ ১৬:৪২ | আপডেট: ২৩ মে ২০২২ ১৩:০০
লাইফস্টাইল ডেস্ক ।।
ফ্যাশন জ্ঞানসমৃদ্ধ আধুনিক তরুণ তরুণী পোশাকে বেছে নিচ্ছে স্বাচ্ছন্দ্যময় আর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক। তারুণ্যের চাহিদা থেকেই ট্রেন্ডি পণ্যের কেনাকাটা বাড়াতে এবার ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই নিয়েছে নতুন উদ্যোগ।
পণ্যের ডিজাইনে আধুনিকতার সাথে থাকছে সাশ্রয়ী দাম। পণ্যের সার্বিক বিন্যাসেও এসেছে আধুনিকতা। এবার স্মার্ট ক্যাজুয়াল ও শার্টগুলোর দাম শুরু হয়েছে ১৬৬৬ টাকা থেকে। তরুণীদের জন্য স্লিভ, ফিটিংস এবং নেক লাইন ভিন্নতার লং প্যাটার্ন টপস পাওয়া যাবে ২৩৭১ টাকা থেকে ২৮৪৭ টাকার মধ্যে।
পণ্যের দাম সাশ্রয়ী করার পাশাপাশি দেশজুড়ে সকল স্টোরে হাফহাতা শার্টে মিলবে ২৫ ভাগ ছাড়ের সুযোগ। স্টোরের পণ্য ঘরে বসে দেখতে এবং নতুন পণ্য কিনতে ঢু মারতে পারেন www.catseye.com.bd এই ঠিকানায়। অন্যদিকে পূজোজুড়ে ক্যাটস আই এর ওয়েবসাইটে সব পণ্যে মিলবে ১০ থেকে ৫০ ভাগ ছাড় সুবিধা।
সারাবাংলা/আরএফ