বন্ধু দিবস নিয়ে ক্যাটস আই
৩০ জুলাই ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ২৩ মে ২০২২ ১৩:০২
লাইফস্টাইল ডেস্ক ।।
বন্ধু দিবসকে সামনে রেখে স্বতন্ত্র কাট ও ডিজাইনের গরমের শার্ট এনেছে ক্যাটস আই। পকেটবিহীন হাফ হাতা রিভিয়্যর কলারযুক্ত এইসব শার্টে পাবেন বৈচিত্র্যময় প্রিন্ট। বর্ণিল এই শার্টগুলো সুতি বা রেয়ন কাপড়ে রেগুলার প্যাটার্নে তৈরি।
নতুন পোশাক ছাড়াও ক্রেতা আগ্রহ বাড়াতে ক্যাটস আই তাদের অনলাইনে ভার্চুয়াল স্টোরে দিচ্ছে বিশেষ মূল্যছাড়। পাশাপাশি স্টোরগুলোতেও একটি পণ্য ক্রয়ে পরবর্তি পণ্যে দেয়া হচ্ছে ২০ ভাগ ছাড়।
এছাড়াও মুঠোফোনে স্যোশাল মিডিয়া বা অনলাইনে ব্যস্ত থাকা তারুণ্যকে বন্ধু দিবসে আরো প্রাণবন্ত থাকতে ক্যাটস আই ফেসবুকে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে। ক্যাটস আইয়ের ফেসবুক পেইজে বন্ধুদের গ্রুপ ছবি প্রকাশ করে সেরা তিন বিজয়ী বন্ধুর জন্য মিলবে সদলবলে ডিনার এবং সারপ্রাইজ উপহার পাবার সুযোগ। প্রিয় বন্ধুদের নিয়ে পছন্দের মূহুর্তের ছবি ক্যাটস আই পেইজে জমা দেবার শেষ সময় ৩ আগস্ট।
নতুন সব পোশাক, মূল্যছাড় এবং বন্ধু দিবসের প্রতিযোগীতার খোঁজখবর জানা যাবে ক্যাটস আই এর ফেসবুক পেইজে। অনলাইনে ভিজিট করুন www.catseye.com.bd
সারাবাংলা/আরএফ