Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল


২৩ ডিসেম্বর ২০১৭ ০৮:৪১

শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭, ৯ পৌষ ১৪২৪, ৩ রবিউস-সানি ১৪৩৯। জেনে নিন সংখ্যাতত্ত্ব মতে কেমন যেতে পারে আপনার আজকের দিনটি।

 

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

নানা করণে রাগ হতে পারে, এর ফলে বাধা পেতে পারে আপনার দৈনন্দিন কাজ। নিজের ওপর আস্থা রাখুন।

 

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যারা ঈশ্বরে বিশ্বাস রাখেন- ঈশ্বরের নাম নিয়ে দিন শুরু করুন। অন্য ব্যক্তির সহযোগিতা আপনাকে আজ আরো এগিয়ে দেবে।

 

মিথুন: (২২ মে – ২১ জুন)

আজ কিছুটা চঞ্চল থাকবেন মিথুন রাশির জাতকরা। বারবার মনে পড়তে পারে বিশেষ কারো কথা।

 

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

সব কাজে সর্বোচ্চ চেষ্টা করুন। যে কোনো সময় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তবে কৌশলী হলে সফলতা আসবেই।

 

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আপনার কাজই আজ সম্মান বয়ে আনতে পারে। বাড়তে পারে ক্ষমতাও। আন্তরিক হলে আজ আপনার সাফল্য আসতে পারে। যোগাযোগ শুভ।

 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

অপ্রত্যাশিতভাবে আজ হঠাৎ কিছু টাকা চলে আসতে পারে আপনার হাতে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, আজ আপনার মন চঞ্চল থাকতে পারে। মনোযোগ ধরে রাখা কঠিন হবে বলে, যে কারণে কাজে বাধা আসতে পারে।

 

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আপনার চারপাশের মানুষ আপনার সহায়তায় এগিয়ে আসবে। অন্য মাধ্যমে আপনার কাজ সহজ হয়ে যাবে।

 

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

অনেক দিন থেকে যে কাজ করি করি করে শেষ পর্যন্ত করা হয়ে উঠছে না- সেই কাজ করতে সাহস পাবেন। বাস্তব এবং আধ্যাত্মিক চিন্তার দ্বন্দ্ব দেখা দিতে পারে। সময় নিয়ে ভেবে সঠিক সিদ্ধান্ত নিন।

বিজ্ঞাপন

 

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

হঠাৎ অতিরিক্ত খরচের ধাক্কা আসতে পারে। সতর্ক থাকুন, গোপনে কেউ শত্রুতা করছে কি না।

 

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

আজ সব জায়গায় বিশ্বস্ততার পরিচয় দিন। মকর রাশির জাতক ঈশ্বরে বিশ্বাস রাখুন, আজ সারাদিন আপনার চারপাশে শান্তির বাতাস বইবে।

 

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

লগ্ন এবং তিথির কারণে কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী এবং কর্মজীবীরা সফলতা পাবেন।

 

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

দীর্ঘ দিন থেকেই আপনার মানসিক অবস্থা ভালো যাচ্ছে না। নানা কারণে মানসিক অশান্তি আরো বাড়তে পারে। গোপন শত্রুর দিকে দৃষ্টি দিন। সতর্ক থাকুন।

 

সারাবাংলা/এসএস/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর