আজকের রাশিফল, ২৫ জুলাই ২০২০
২৪ জুলাই ২০২০ ১১:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ২৩:৫৪
জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।
১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রতিটি গ্রহের ৩ টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ। যে কারণে প্রতিটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।
ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২ টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্র নিয়ে হিসেব কশা বা গণনা করা হয়ে থাকে। তবে এর বাইরেও আরও অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রতিটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তবুও উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাঁধা আসতে পারে ইত্যাদি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে-
মেষ রাশি
পেটের সমস্যা বৃদ্ধি। মাথার যন্ত্রণা বাড়তে পারে। উঁচু কোনও জায়গা থেকে পড়ে যেতে পারেন। প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যারা বিদেশে থাকেন, তাদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। মানসিক চঞ্চলতা বাড়তে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে। খেলাধুলোর জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে।
বৃষ রাশি
চাকরিক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণের যোগ। উপার্জনে উন্নতি হবে। ব্যবসাক্ষেত্রে দিনের শেষে ভাল যোগাযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। শরীর নিয়ে সমস্যা নেই। ব্যবসাক্ষেত্রে আশানুরূপ লাভ হবে না। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আজ আপনার পরিবার পরিমণ্ডলে আনন্দ বিরাজ করতে পারে। বড়দের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে।
মিথুন রাশি
রাগ একটু বেড়ে যেতে পারে। তর্কে জড়াবেন না। আজ আপনার কর্মস্থলে সুসংবাদ পেতে পারেন এবং অর্থ উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন। ছাত্র-ছাত্রীর জন্য দিনটি শুভ। যাত্রা শুভ। ভালো থাকুন। যে কাজের সাফল্য আশা করছিলেন তা ফলপ্রসূ হতে পারে। কোনো বন্ধু বা শুভাকাংখি আপনার সান্নিধ্যে আসতে পারে। ছাত্র-ছাত্রীর জন্য দিনটি ভালো যাবে। প্রেম ও যাত্রা শুভ।
কর্কট রাশি
লেখাপড়ায় কিছুটা অন্যমনস্কতা দেখা দিতে পারে। ব্যবসায়ী অথবা চাকরিজীবী আপনি যা-ই হোন না কেন, কর্মক্ষেত্র নিঃসন্দেহে ভালো যাবে। যাত্রা শুভ।একটা কথা মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। যখন রাগ হবেন, তখন আমার লেখা মনে করবেন। দিনের শেষে কিছু টাকা হাতে আসতে পারে। কেনাকাটা শুভ। আজ আপনার কাছে একটি সুসংবাদ আসতে পারে।
সিংহ রাশি
আজ কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পুলিশি হয়রানি বা গ্রেফতার সম্পর্কে সতর্ক হতে হবে। কারো দ্বারা ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিদ্যার্থীদেও পড়াশোনায় আরো বেশি মনযোগী হবার প্রয়োজন।
কন্যা রাশি
আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা, রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। মিশ্র সম্ভাবনাময়। অংশিদারী বা যৌথ ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গির মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। স্ত্রীর রহস্যজনক আচরণে কিছুটা ব্যথা পেতে পারেন। আত্মীয়র দ্বারা কোনো কাজ ঊদ্ধার করাতে পারেন।
তুলা রাশি
শুভ কামনা করি। আপনার আজ অর্থনৈতিক অবস্থা বেশ ভালো যাবে। বাড়িতে কোনো আত্মীয়র আগমণ হতে পারে। ভালো থাকুন। আপনার পাওনা টাকা আদায়ের আজ উজ্জ্বল সম্ভাবনা দেখা যায়। এ সুযোগ কাজে লাগাবেন। পারিবারিক কোনো ঝামেলা থাকলে তা আজ কেটে যাবে। কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সিংহ আপনার জন্য সুন্দর দিন, প্রেম ও রোমাঞ্চের ক্ষেত্রে অতি শুভ।
বৃশ্চিক রাশি
বিদেশে কেউ থাকলে ভালো সংবাদ পেতে পারেন। আজ কোনো কাছের বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আজ পারিবারিক কোনো ঘটনা আপনাকে আনন্দ দিতে পারে। প্রেম ও রোমাঞ্চে একটুখানি আশার আলো দেখতে পাবেন। রোমান্টিক ভাবনায় নিজেকে মগ্ন রাখবেন। বেকার যারা, চাকরির চেষ্টা করতে পারেন। কোনো কাজের জন্য দূরে যেতে হতে পারে। কর্মস্থলে বসদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
ধনু রাশি
যারা বিলাসদ্রব্যের ব্যবসায় সম্পৃক্ত তারা আরও বেশি লাভ করতে পারেন। প্রিয়জনের সম্পর্ক একটু পানসে হতে পারে। কিছু সময় পর ঠিক হয়ে যাবে। দিনের শেষে প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা হিসাব করে বলবেন। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। কোনও মহিলা থেকে সাবধানে থাকুন।
মকর রাশি
চিকিৎসার খরচ বাড়তে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বাড়তে পারে। কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। সকাল থেকে মনের উপর একটু চাপ ও চঞ্চল ভাব থাকতে পারে। ব্যবসায় ভাল আয়ের সম্ভাবনা। কোনও কাজের জন্য আজ সুনাম বাড়তে পারে। বাড়তি কোনও খরচ হতে পারে। আজ কোনও কারণে একটু অর্থ ব্যয় হতে পারে। কাজের ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।
কুম্ভ রাশি
ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথিকে নিয়ে বিবাদ। স্ত্রীর সঙ্গে দরকারি আলোচনা। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। কাজের দিকে কোনও বাজে খবর আসতে পারে। আইনি কোনও কাজ ভাল হতে পারে।
মীন রাশি
সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। ভ্রমণের ব্যয় বাড়তে পারে। একটু বুদ্ধির ভুলের জন্য ব্যবসায় ক্ষতি। কিছুটা সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ। অর্থ ভাগ্য একটু ভাল থাকবে। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে।