Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল, ১০ জুলাই ২০২০


১০ জুলাই ২০২০ ১০:০০ | আপডেট: ১০ জুলাই ২০২০ ২২:৫২

জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রতিটি গ্রহের ৩ টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ। যে কারণে প্রতিটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।

বিজ্ঞাপন

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২ টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্র নিয়ে হিসেব কশা বা গণনা করা হয়ে থাকে। তবে এর বাইরেও আরও অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রতিটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তবুও উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাঁধা আসতে পারে ইত্যাদি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে–

বিজ্ঞাপন

মেষ রাশি
কোন স্বার্থ সাধনে আয় বুঝে ব্যয় করুণ। যদি মামলার কোন তারিখ থাকে তাহলে রায় আপনার পক্ষে আসতে পারে। হঠাত কোন সুখবর আপনাকে আনন্দিত করতে পারে এবং জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। কোন কাজে পিতামাতা ও আশেপাশের লোকজনের সহযোগিতা পাবেন। যেকোনো ধরনের সৃজনশীল কাজ সুনাম বয়ে আনতে পারে। কারো কারো ক্ষেত্রে বিয়ের যোগ শুভ।

বৃষ রাশি
অসমাপ্ত কাজগুলো পরিণতি পেতে পারে। গ্রহরা কঠোর পরিশ্রমী ব্যাক্তিকে নিরাশ করেন না। কোন কিছুতে অতি আনন্দিত বা অতি দুঃখিত হওয়ার কিছু নেই। নিয়মিত খাবার খওয়া ও রুটিনমাফিক কাজ করা ভালো ফল দেবে। কোন কিছুতেই হতাশ হবেন না। নিয়মিত পরিশ্রম করতে থাকুন আর ধৈর্য রাখুন, ফল পাবেন।

মিথুন রাশি
আগুন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা আমাদের প্রয়োজনে তা ব্যবহার করে উপকৃত হই আর সেই আগুনই যদি নিয়ন্ত্রনহীন হয়ে যায় তাহলে পুড়িয়ে সব ভস্ম করে দেয়। ক্রোধাগ্নিও ঠিক তেমন। তাই ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। অপব্যয় বৃদ্ধি হতে পারে। ক্রোধ থেকে নিজেকে দূরে রাখুন। এই সময় শত্রু সবল থাকবে। বিচক্ষণতা ও বিনম্রতাই আপনার বর্তমান কৌশল হওয়া উচিৎ। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ।

কর্কট রাশি
দান-দক্ষিনা বাড়িয়ে দিন। দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। পুরনো কোন বন্ধুর সাথে সাক্ষাৎ শুভ। দুরের যাত্রা করবেন না। নতুন কোন বড় বিনিয়োগ না করাই ভালো। সামাজিক উন্নতির বিষয়ে মনোযোগ বৃদ্ধি করুন। পরিচিত কারো কথায় নিজের দিক বিবেচনা না করে অবস্থার পরিপ্রেক্ষিতে আজ আপনার পুরনো সিদ্ধান্ত পরিবর্তন করা ঠিক হবে না। দূরের যাত্রায় নিজের বাড়ি থেকে খাবার সঙ্গে নিন, বাইরের খাবার খাওয়া ঠিক হবে না।

সিংহ রাশি
শারীরিক কোন হানি ঘটার সম্ভাবনা আছে। অন্যদের সাথে সম্পর্ক মোটামুটি থাকবে তবে সম্পর্ক যেন খারাপ না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আয় কম হবে। যে কোন কাজে বা ক্ষেত্রে বিকল্প কিছু একটা ভেবে রাখবেন। পারিবারিক কোনো বিষয়ে বন্ধু মহলের কাছের কেউ জড়িয়ে পড়তে পারে। দাম্পত্য জীবনের কোনো গোপন খবর তার কাছে উপস্থাপন করা পরিস্থিতিকে আরো জটিল করবে।

কন্যা রাশি
জীবনসঙ্গিকে বেশি বেশি ভালোবাসুন। অন্যের প্রতি আন্তরিকতা ও কমার্শিয়াল ভাবের মধ্যে সমন্বয় সাধন করুন, তাহলে দেখবেন অনেক কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হন। বয়স্ক নারীদের কারও ব্রেস্ট ক্যানসার বা টিউমার ধরা পড়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। দিনের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী আজ সক্রিয় থাকবে।

তুলা রাশি
অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে তাই চলাফেরায় সতর্কতা বাড়িয়ে দিন। চাকরিজীবীদের জন্য সময়টি চ্যালেঞ্জিং আর ব্যবসায়ীদের জন্যও সময়টি খুব একটা শুভ নয়। বিবাহ যোগ্য অনেকেরই বিবাহের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শখের কোনকিছু কেনার মাধ্যমে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। দুশ্চিন্তা না করে কাজে মন দিন। প্রয়োজনে মা অথবা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিতে দ্বিধা করবেন না। ব্যয় সংকোচন করুন।

বৃশ্চিক রাশি
কোন মূল্যবান বস্তু হারনোর সম্ভাবনা আছে। নিজের প্রভাব বিস্তার করে চলুন। বাণী প্রবল রাখুন। দীর্ঘ দিনের রোগ কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং একই সঙ্গে নতুন রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা আছে। নতুন প্রাপ্তির দ্বারা সম্মান বৃদ্ধি পেতে পারে। দাফতরিক কাজে দূরে কোথাও ভ্রমণের সময় আবেগপ্রবণতা পরিহার করে চলুন। বিদেশ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ব্যবসায় সাফল্য এনে দিতে পারে।

ধনু রাশি
ফটকা জাতীয় কোন ব্যাবসা বা সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। যারা গার্মেন্টস ব্যবসা বা ফ্যাশনের এর সাথে জড়িত আছেন তাঁদের জন্য সময়টি শুভ। আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। কলহ থেকে নিজেকে দূরে রাখুন। পরিবারের বয়স্ক কেউ আজ বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন। যোগাযোগের ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে।

মকর রাশি
বাড়িতে কোন মাঙ্গলিক কাজ হতে পারে। রাজনীতিবিদদের উচিৎ হবে নিজের বাণীর প্রতি বিশেষ সতর্ক থাকা এবং আজ উচ্চবাচ্চ না করাই শ্রেয়। নতুন কোন বন্ধু তৈরিতে সতর্কতা অবলম্বন করুণ। মন প্রফুল্ল থাকবে। প্রেমিক-প্রেরেমিকাদের জন্য সময়টি শুভ। যৌনজীবন ভালোই কাটবে। কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করে চলার সময় নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে চেষ্টা করা উচিত হবে ও সতর্ক থাকতে হবে।

কুম্ভ রাশি
অলসতা বৃদ্ধি পেতে পারে। যাদের বাতের সমস্যা রয়েছে তারা অধিক সতর্ক হয়ে যান, কারণ সমস্যাটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলেজ-ইউনিভার্সিটি’র ছাত্র-ছাত্রীদের মন অনেকটাই চঞ্চল থাকতে পারে তাই কোন ধরনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ হবে না আজ। কর্মস্থলে আপনাকে আজ আরও বেশি কৌশলি হতে হবে। অধস্তন কর্মকর্তাদের কেউ গোপনে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যা আপনার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে।

মীন রাশি
খান-পিনার প্রতি সতর্ক থাকুন। আচমকা অধিক ধন প্রাপ্তির যোগ রয়েছে। অন্যের ঝগড়ায় নাক গলিয়ে নিজের ঝামেলা বাড়ানো মোটেই ঠিক হবে না। সন্তানদের প্রতি খেয়াল রাখুন। বুদ্ধি জ্ঞান সঠিকভাবে ব্যবহার করুণ। বিবাহযোগ্যদের ক্ষেত্রে পাত্র-পাত্রীর পছন্দের সঙ্গি মিলতে পারে। কারও কথায় প্রভাবিত হয়ে নতুন কোনো কাজে তড়িঘড়ি করে এমন কোনো হঠকারি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যা আগামী দিনে আপনার জন্য ক্ষতিকর হবে।

আজকের রাশিফল টপ নিউজ রাশিফল শ্রী রূপন ধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর