Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল: ২৩ জুন ২০২০


২৩ জুন ২০২০ ০৯:৫৩ | আপডেট: ২৪ জুন ২০২০ ২১:১৫

জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন –এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭-টি নক্ষত্র রয়েছ, যে কারণে প্রত্যেকটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।

বিজ্ঞাপন

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২-টি রাশি, ৯-টি গ্রহ ও ২৭-টি নক্ষত্র নিয়ে হিসেব কশা বা গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে –

বিজ্ঞাপন

মেষ রাশি

আবেগের তীব্রতা আপনার জীবনে এখন ফ্যাব্রিকের ন্যায় অংশ নেবে। আর সেই ফ্যাব্রিক দিয়ে কোন ধরনের বস্ত্র তৈরি করবেন তা আপনার নিজের উপরই নির্ভর করছে। মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করুণ। দূরের যাত্রায় সতর্ক হতে হবে। বিশেষ করে গনপরিবহন এড়িয়ে চলতে পারলে ভালো। ভাড়ায় গাড়ি নিতে হলেও আগে জীবাণুনাশক স্প্রে করে নেবেন। প্রবাসীদের আশানুরুপ আয় রোজগার হবে। ফলে আর্থিক সংকট কাটতে থাকবে।

বৃষ রাশি

জীবনের মূল্যবোধ বুঝে সম্পূর্ণরূপে বাস্তবতাকে মেনে নিয়ে আপনার দিগন্ত আরো বিস্তৃত করার উপলব্ধিটা আগে মন থেকে করে নিন তারপর সঠিক রাস্তায় এগিয়ে যান এবং নিজেকে সত্যের স্রোতে ভাসিয়ে দিন, সফলতা নিশ্চিত। বৈদেশিক কাজ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে অস্থিরতা কমে আসবে। বকেয়া বেতন ও কিছু বাড়তি রোজগারের সুযোগ আসতে পারে।

মিথুন রাশি

নিজেকে সকলের কাছে প্রকাশ করুন । যখন আপনি অনেক উপরে উঠবেন বা নিচে পরে যাবেন তখন নিজেকে একবার চেক করে নিবেন আর মনটাকে প্রস্তুত করে ফেলুন ঠিক তখনই। বিনোদন শুভ। বন্ধু ও বড় ভাই-বোনের সাহায্য লাভের সম্ভাবনা আছে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি হতে পারে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে।

কর্কট রাশি

একটা ক্ষীণ দূরত্বের মাঝে নিজেকে আবৃত করে না রেখে, নিজেকে আচ্ছাদনের বাইরে নিয়ে আসুন। সঠিক সিদ্ধান্ত নিয়ে আরো দ্রুত গতি সম্পন্ন হওয়ার উপযুক্ত সময় এখনই। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব প্রাপ্তির সংবাদ পেতে পারেন। ব্যবসা-বাণিজ্য নিয়ে চলতে থাকা বিবাদের মিমাংসা হতে পারে। পিতার কাছ থেকে কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে। পদস্থ কর্মকর্তার আনুকূল্যে বকেয়া অর্থ পেতে পারেন।

সিংহ রাশি

নিজেকে বেশি দ্বিধা-দ্বন্দের মধ্যে রাখবেন না। একবার ভালো সিদ্ধান্ত নিয়েছেন তো এটাকে বাস্তবায়ন করার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যান, সাফল্য আপনারই, কারণ ‘সাফল্য মণ্ডিত সময়’ নিজেই অপেক্ষা করছে আপনাকে অভিনন্দিত করার জন্য। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক পরিতৃপ্তি ফিরে পাবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো।

কন্যা রাশি

চারপাশের কাছের ও দূরের মানুষগুলোর দিকে তাকিয়ে মনে মনে আরেক বার বিচার করে নিন যে, ‘কে আপনার শুভাকাঙ্খি আর কে নয়’। অতিরিক্ত পর নির্ভরশীলতা আপনার জন্য নয়। প্রবাসী কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু অর্থ লাভের সুযোগ আসবে। ব্যবসা-বাণিজ্যর প্রয়োজনে দূর দেশে গমন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশন জটের আশঙ্কা বৃদ্ধি পাবে।

তুলা রাশি

নিজের জীবনকে ফোকাস করার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন বেঁচে থাকার উদ্দেশ্য। পাছে লোকে কিছু বলে কিন্তু কান দিতে নেই, তবে কাজ আর উদ্দেশ্য সৎ থাকলে সাফল্য নিশ্চিত। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজকর্মের গতি ধরে রাখতে কিছু অর্থ ঋণ করতে পারেন। চিকিৎসক ও ওষুধ বিক্রয় প্রতিনিধিদের আয় রোজগার বৃদ্ধি পাবে। ব্যাংক থেকে কিছু টাকা উঠাতে পারেন।

বৃশ্চিক রাশি

সৃজনশীলতা আপনার কর্মে আরো আধিক খ্যাতি এনে দেবে এবং আপনার প্রতিভার বিকাশ ঘটবে। তবে তাড়াহুড়ো করে আপনি বড় কোন ঝুঁকি নেবেন না, যা আপনার ভবিষ্যৎ চলার পথে কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারে । সাংসারিক বিষয়ে জীবন সাথীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ী ও স্বাধীন পেশাজীবীদের বহু দিনপর কিছু আয় রোজগারের সুযোগ আসতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি পাবে।

ধনু রাশি

আপনার দায়িত্বশীল মনোভাবই সহায়ক হবে। আপনি বরং জগতে নির্ভয়ে এগিয়ে যেতে পারেন তবে নিজেকে একটু আচ্ছাদনের মধ্যে রেখে অগ্রসর হোন। প্রিয় মানুষগুলোর কাছে নিজেকে আরো ফোকাস করুন। কারো সাথে অংশীদারি ব্যবসার চুক্তি করতে পারেন। কোনো ঝুঁকি নিয়ে কাজ করতে যাবেন না। গণমাধ্যমের শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের সাহায্য পেতে পারেন।

মকর রাশি

পূর্বের গোপন শত্রুর বিষয়ে সতর্ক থাকুন ও অপরিচিত বিপরীত লিঙ্গের কাছ থেকে দূরে থাকুন। গোপনীয়তা বজায় রেখে চলুন ও প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। যোগাযোগের ওপর জোর দিন। শরীর ও মন মেজাজ ভালো যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মী বা অন্যকারো আচরনে কষ্ট পেতে পারেন। অনৈতিক কাজে নিজেকে না জড়ানোই ভালো। কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের চেষ্টা করুন।

কুম্ভ রাশি

কোন বিষয়ে আপোষ করতে একটি সঠিক উপায় প্রয়োজন। মানুষের সাথে সংযোগ বাড়ান। ব্যবসায়ীদের জন্য দিনটি আশানুরূপ হবে না। দিনের শেষ ভাগে সামাজিকভাবে কিছুটা উৎফুল্ল হবেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সন্তানের সাথে আন্তরিক ব্যবহার করার চেষ্টা করুন। রোমান্স বা প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

মীন রাশি

ভেবে দেখুন বেশি উপভোগ্য হবেন নাকি কিছু সঞ্চয়ী হবেন? টাকা উপার্জনে জোর দিন। ক্যারিয়ারের প্রতি আরও যত্নশীল হোন। আপনার সৃষ্টিশীল শক্তিকে আরো বৃদ্ধি করুন ও কাজে লাগান । পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহভূমি ও আবাসন সংক্রান্ত বিষয়ে কোন ঝামেলার অবসানের আশা করা যায়। যানবাহন বিক্রেতাদের কিছু রোজগারের সুযোগ আসবে।

আজকের রাশিফল

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর