Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল: ৩ জুন ২০২০


৩ জুন ২০২০ ১০:২৬ | আপডেট: ৪ জুন ২০২০ ১১:৩৫

জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন –এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭-টি নক্ষত্র রয়েছ, যে কারণে প্রত্যেকটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।

বিজ্ঞাপন

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২-টি রাশি, ৯-টি গ্রহ ও ২৭-টি নক্ষত্র নিয়ে হিসেব কশা বা গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা
থাকে।

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে –

বিজ্ঞাপন

মেষ রাশি

শরীর খুব একটা ভাল যাবে না। পেটের সমস্যা বাড়তে পারে। যতটা সম্ভব ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে পেশাগত ব্যাপারে কিছু জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। দেশের বাইরে কোথাও ভ্রমণের ব্যবস্থা হতে পারে। চাকরিস্থলে সুনাম বৃদ্ধি পাবে। আজ ব্যবসায় অমনযোগীতার জন্য ব্যয় বেশি হবে।

বৃষ রাশি

ব্যবসায় ফল ভাল মন্দ মিলিয়েই থাকবে। ব্যবসার দিকে আপ্রত্তাশিত চাপ আসতে পারে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ার ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সময়টি শুভ। ভাই বোনে অশান্তি অপর ব্যক্তির দ্বারা মিটে যেতে পারে। সন্তানদের নিয়ে একটু উদ্বেগ থাকতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে কারো কাছ থেকে সুপরামর্শ পাবেন।

মিথুন রাশি

শরীরের সমস্যা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার হতে পারে। কাজের পরিধি বাড়তে পারে। বাড়িতে তুচ্ছ কারণে তুমুল অশান্তির সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ। ব্যবসায় খুব ভাল ভাবে নজরদারী করুন, তা না হলে সামনে ক্ষতির মুখ দেখতে হবে। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে কারো ওপর অভিমান হতে পারে আপনার।

কর্কট রাশি

ব্যবসার দিকটা একটু ভাল থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ করে আসতে পারেন। কেনাবেচা করার জন্য সপ্তাহটি শুভ। গুরুজনদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। কোনও জিনিস হারিয়ে যেতে পারে। কর্মস্থানের বাধা আপনার কিছু করতে পারবে না। বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

সিংহ রাশি

পুরনো কারো সঙ্গে যোগাযোগ হতে পারে। উচ্চপদস্থ কোন ব্যক্তির কাছ থেকে কাজে সাহায্য পেতে পারেন। অংশীদারী ব্যবসায় খুব ভালোভাবে নজর রাখুন। পরিবারে একটু ঝামেলা হতে পারে। অপরের কোনও কথায় ভরসা না করে একটু অপেক্ষা করুন। প্রেমের দিকে ভালো ফল পাবেন, তবে পরকীয়া শুভ নয়। শৌখিন জিনিস কেনার জন্য ব্যয় বাড়তে পারে।

কন্যা রাশি

ব্যবসায় লাভের আশা রাখতে পারেন। আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। বাজে খাবার খাওয়ার জন্য পেটের সমস্যা হতে পারে। ভালো কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে। নতুন বন্ধুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারো কাছ থেকে উপহার পেতে পারেন। আপনার চেয়ে বয়সে ছোট এমন কারো সাথে তর্ক বাঁধতে পারে।

তুলা রাশি

লেনদেনের কাজে ব্যস্ত থাকতে হবে। বহু পরিশ্রমেও ফল তেমন পাওয়া যাবে না। কাউকে কিছু বলতে হলে অপেক্ষা করুন, ফল ভাল হবে। ব্যবসায় বা কার্যক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তাই সাবধানতা বাড়িয়ে দিন ও সিসিক্যামেরা সব সময় চালু রাখুন। পরিবার থেকে দূরে থেকে যারা কাজ করেন তাদের জন্য সময়-টি ভাল। গৃহপরিচারিকা নিয়ে সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে।

বৃশ্চিক রাশি

কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দিতে পারে। বাড়তি কথা আজ বিবাদ বাড়াতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। আজ ঘরে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে।

ধনু রাশি

অপরের ধীরে চলা আপনার পছন্দ হবে না। শত্রুর বাধা অপসারণ করতে অধিক মনের জোর দরকার। পিতামাতার সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসা ভালো থাকবে। দিনের শেষে বাড়তি খরচ হতে পারে। মানসিক দিক থেকে চঞ্চলতা থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে।

মকর রাশি

বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে। কোন ঝুঁকি প্রবণ কাজ না করাই ভালো। নিজের মেধা দিয়েই শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। সরকারি কর্মচারীদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে। পড়ে থাকা কাজ আজই শেষ করুন, নতুবা পরে কাজের চাপে আর সময় করতে পারবেন না।

কুম্ভ রাশি

ব্যক্তিগত কারণে কর্মস্থানে অশান্তি বাঁধতে পারে। সংসারের খরচ বাড়ার কারণে মানসিক চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির জোরে উন্নতি সাধিত হতে পারে। আগুন, পানি ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুর শারীরিক অসুস্থতা দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

মীন রাশি

যে কোন রকম অশান্তি ঘটতে পারে। কোন ন্যায্য পাওনার জন্য অনেক সময় নষ্ট হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ একটি ভালো দিন। মনসিকভাবে কিছুটা চিন্তিত থাকবেন। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি আরো বেড়ে যেতে পারে। বাইরের লোকের দ্বারা উপকার পেতে পারেন। সমালোচনামূলক কাজে আজ সাফল্য পেতে পারেন। সাবধানে চলাফেরা করাই ভালো। বিপদের সম্ভাবনা আছে।

আজকের রাশিফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর