Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল ২৮ মে ২০২০


২৮ মে ২০২০ ১০:০০ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:২৬

জ্যোতিষশাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় করে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্মকুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এদের নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছে, সেকারণে প্রত্যেকটি রাশির ফল ভিন্ন হয়ে থাকে।

বিজ্ঞাপন

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২টি রাশি, ৯টি গ্রহ ও ২৭টি নক্ষত্র নিয়ে গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

গ্রহ-নক্ষত্রের বিচারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ আপনাকে যে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে সেসব জানানোর চেষ্টা করছি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-

বিজ্ঞাপন

নক্ষত্রের অবস্থান কী বলছে-

মেষ রাশি

মানসিক উন্নতিদের দারা আধ্যাত্মিক উন্নতি সম্ভব। অপ্রাপ্ত বয়সী শিক্ষার্থীদের জন্য প্রেমের প্রস্তাবে সারা না দেয়াই উচিৎ হবে। বেকারদের কারো কারো কর্মসংস্থানের সুখবর হতে পারে। অর্থ ভাগ্য শুভ রয়েছে। খাবারের ব্যাপারে সচেতনতা বাড়ান। সড়ক দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাই সাবধানে পথ চলুন। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না।

বৃষ রাশি

শিশুরা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সময়টি বিশেষ অশুভ ফলদায়ক। গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভাল না কাটলেও ব্যস্ততার মধ্য দিয়েই অতিবাহিত হবে। আপনার সামনে আজ আপনারই কোন গোপন শত্রুর নাম ফাঁস হতে পারে, যার ফলে আপনি উপকৃত হতে পারেন। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি বাড়ির কোন বয়োজ্যেষ্ঠ সদস্যের সাথে সময় কাটাতে পারেন।

মিথুন রাশি

কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোন বিশেষ প্রশংসা আপনাকে আনন্দিত করবে। আপনার জীবনটা একটা বট বৃক্ষের ন্যায়, নিজে দাহ সহন করে অন্যান্যদেরকে শীতলতা প্রদান করা। দূরে কোথাও ধর্মীয় যাত্রা হতে পারে। আগের যদি কোন মানসিক বা মানত থাকে তহলে তা সম্পন্ন করে ফেলুন। রক্তপাতের সম্ভাবনা আছে, তাই চলাফেরায় ও বাণীতে সতর্কতা আনুন। মানসিক ভাবে উদ্বিগ্ন থাকতে পারেন।

কর্কট রাশি

আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা শক্তি সঠিকভাবে ব্যবহার করুন। আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখে কাটতে পারে। আপনার বাড়ি বা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের সম্ভাবনা রয়েছে, তাই এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটতে পারে। প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিৎ হবে না। অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি হতে পারে।

সিংহ রাশি

আজ আপনি আপনার স্ত্রীর জন্য অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে। ব্যস্ততার মধ্য দিয়েই দিনটি অতিবাহিত হবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি মনযোগী হতে হবে। প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে তাদের নিজ নিজ প্রেমের সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের কূটনামির কারণে ভুল বুঝাবুঝি হতে পারে। পরিবারে কোন মাঙ্গলিক কাজ হতে পারে। শরীরে ব্যথা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা মোটেই উড়িয়ে দেবেন না।

কন্যা রাশি

বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। নিজের মনোরঞ্জনের জন্য অধিক ব্যয় হওয়ার যোগ আছে। রাজনীতিতে জড়িত ব্যাক্তিরা নিজেকে সদা প্রস্তুত রাখুন। মনের মণিকোঠায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রুপ নেয়ার যোগ রয়েছে। আরেকটা বিষয় মনে রাখবেন, বীজ এবং মাটি উভয়ই যদি ভালো হয় তাহলে আজকের রোপন করা বীজ আগামী দিনের ফল ভর্তি গাছ। পারিবারিক অনুষ্ঠান থেকে নতুন বন্ধু মিলবে।

তুলা রাশি

ভালো বন্ধুরা সম্পদের চেয়ে কোন অংশেই কম নয়, যাদের দুর্দিনে পাশে থাকা আপনার কর্তব্য এবং ভবিষ্যতে তা আপনার নিজের জন্যই উপকার বয়ে আনবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সারা পেতে পারেন। কাজের ফাঁকে একটু বিশ্রাম নিয়ে নিন, তা না হলে শারীরিক অসুস্থতা দুশ্চিন্তার কারণ হতে পারে। যারা বড় পর্দা বা ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে জড়িত আছেন, তাদের জন্য দিনটি আশাহত হতে পারে।

বৃশ্চিক রাশি

উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার মনোবল এবং ব্যবহারিক জ্ঞান যথেষ্ট ভালো থাকবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা বা প্রশংসিত হতে পারেন। দূর থেকে পাওয়া কোন তথ্য কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সময়টি তেমন শুভ ফলদায়ক নয়।

ধনু রাশি

শত ব্যস্ততার মাঝেও আজকে আপনার বাচ্ছাদের জন্য সময় বের করতে সক্ষম। ভিন্ন দিকের সমস্যা ভিন্ন ভাবেই সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আনন্দের সাথে কাজ করতে থাকুন। বিবাহিতদের জন্য সময়টি ভাল কাটবে। অর্থ লাভের যোগ আছে। যে সকল শিক্ষার্থীরা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য সময়টি আনন্দেই কাটবে।

মকর রাশি

আজ আপনার মনে হতে পারে যে, ‘জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন’। কিন্তু মোটেই তা ঠিক নয়। কাজ-কর্মে বিভিন্ন দিক দিয়ে বাঁধা-বিঘ্নতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুফল পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকুন। নিয়মিত ব্যায়াম করুণ। দূরের যাত্রায় অর্থ প্রাপ্তির যোগ আছে। জ্বর বা ঠাণ্ডা জনিত সমস্যায় ভুগতে পারেন।

কুম্ভ রাশি

পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাইলে, বলতে হয়…‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল-রে…!’ যদি আপনি জানেন যে, আপনি যা করছেন তা নিঃসন্দেহে ভাল কাজ তাহলে এগিয়ে যান…বিজয় আপনারই। সুদিন আসলো বলে। শিক্ষার্থী ও প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ।

মীন রাশি

আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি আজ খুব বেশি থাকবে। শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। বৈদেশিক বাণিজ্য শুভ ও বিদেশ থেকে কোন অপ্রত্যাশিত প্রাপ্তি আপনাকে আনন্দিত করতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ বৃদ্ধি পেতে পারে। প্রবাসীদের জন্য দিনটি কিছুটা দুশ্চিন্তায় কাটবে। টাকাকড়ি পরিশোধে বিলম্ব হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থার উন্নত হবে।

আজকের রাশিফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর