আজকের রাশিফল: ২৬ মে ২০২০
২৬ মে ২০২০ ০৯:০০ | আপডেট: ২৭ মে ২০২০ ১৫:০৮
জ্যোতিষশাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় করে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্মকুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।
১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এদের নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছে, সেকারণে প্রত্যেকটি রাশির ফল ভিন্ন হয়ে থাকে।
ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২টি রাশি, ৯টি গ্রহ ও ২৭টি নক্ষত্র নিয়ে গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
গ্রহ-নক্ষত্রের বিচারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ আপনাকে যে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে সেসব জানানোর চেষ্টা করছি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ- নক্ষত্রের অবস্থান কী বলছে-
মেষ রাশি
নিজের মনোরঞ্জনের জন্য ব্যয় বাড়ার সম্ভাবনা আছে। রাজনীতিতে জড়িত ব্যক্তিরা সমাজকল্যাণে নিজেকে সদা প্রস্তুত রাখুন। মনের মণিকোঠায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রুপ নেওয়ার সম্ভাবনা আছে। একটা বিষয় মনে রাখবেন, বীজ এবং মাটি উভয়ই যদি ভালো হয় তাহলে আজকের রোপণ করা বীজ আগামী দিনে ভালো ফল দিবে।
বৃষ রাশি
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাইলে, বলতে হয়…‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে…!’ যদি আপনি বুঝতে পারেন যে, আপনি যা করছেন তা নিঃসন্দেহে ভালো কাজ তাহলে এগিয়ে যেতে থাকুন। বিজয় আপনার নিশ্চিত, সুদিন বেশি দূরে নয়। শিক্ষার্থী ও প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে বাধা আসার সম্ভাবনা আছে। সুফল পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। দূরের যাত্রায় অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। জ্বর বা ঠাণ্ডা জনিত সমস্যায় ভুগতে পারেন। বাড়ির বাইরে বেশি সময় আড্ডা দেয়া ঠিক হবে না। অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখার উত্তম দিন আজ।
কর্কট রাশি
বিভিন্ন দিকের সমস্যা বিভিন্নভাবে সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আনন্দের সঙ্গে কাজ করতে থাকুন। বিবাহিতদের জন্য দিনটি ভালো কাটবে। অর্থ লাভের সম্ভাবনা আছে। যেসব শিক্ষার্থী প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য দিনটি আনন্দেই কাটবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া নিয়ে এক ধরণের উদ্বেগ কাজ করবে।
সিংহ রাশি
শিল্প কর্মে জড়িতদের মনের আনন্দের খোরাকের কমতি ঘটবে আজ। দূর থেকে পাওয়া কোন তথ্য পেশা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের জন্য দিনটি তেমন শুভ নয়। কৃষিকাজে জড়িতদের জন্য দিনটি ভালো কাটবে। সন্তানদের শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখুন।
কন্যা রাশি
শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্য শুভ ও বিদেশ থেকে কোন অপ্রত্যাশিত প্রাপ্তি আপনাকে আনন্দিত করতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ বৃদ্ধি পেতে পারে। পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন। স্বামী/স্ত্রীকে সময় দিন এবং সম্ভব হলে তার কাজে একটু সাহায্য করুণ, এতে ভালোবাসা আরো বাড়বে।
তুলা রাশি
অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের জন্য প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়াই উচিৎ হবে। বেকারদের কেউ কেউ কর্মসংস্থানের সুখবর পেতে পারেন। অর্থ ভাগ্য শুভ। খাওয়া-দাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ান। সড়ক দূর্ঘটনার সম্ভাবনা আছে, তাই সাবধানে পথ চলুন। দূর থেকে প্রাপ্ত কোন মৃত্যু সংবাদ আপনার মানসিক শান্তি নষ্ট করবে।
বৃশ্চিক রাশি
ব্যস্ততার মধ্যদিয়েই দিনটি অতিবাহিত হবে। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় আরও বেশি মনযোগী হতে হবে। প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে তাদের নিজ নিজ প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের কুটক্তির কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। যাত্রা শুভ। পরিবারে কোন ভালো কাজের সূচনা হতে পারে। নেশা জাতীয় দ্রব্যে আকৃষ্ট না হওয়াই উত্তম।
ধনু রাশি
আপনার বাড়ি বা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা আছে। তাই এই বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। বাড়িতে আত্মীয়-স্বজন আসতে পারে। প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিৎ হবে না। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। নৌপথে যাত্রা মোটেই শুভ নয়। সম্ভাব্য ক্ষেত্রে বাড়িতে নতুন মেহমানের আগমন আনন্দের কারণ হতে পারে।
মকর রাশি
দূরে কোথাও ধর্মীয় যাত্রা হতে পারে। পূর্বের যদি কোন মানসিক বা মানত থাকে তাহলে তা সম্পন্ন করে ফেলুন। রক্তপাতের সম্ভাবনা আছে, তাই চলাফেরায় ও বাণীতে সতর্ক থাকুন। মানসিকভাবে উদ্বিগ্ন থাকতে পারেন। বাড়িতে থাকা আপনার জন্য লাভজনক হবে। দুঃসাহস ক্ষতির কারণ হবে। দেশপ্রেম বাড়ানোই রাজনৈতিকদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিৎ হবে।
কুম্ভ রাশি
রাজনৈতিকদের জন্য দিনটি অশুভ, তাই নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করুন। গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো না কাটলেও মোটামুটি ব্যস্ততার মধ্য দিয়েই যাবে। আপনার সামনে আজ আপনারই কোন গোপন শত্রুর নাম ফাঁস হতে পারে, যার ফলশ্রুতিতে আপনি উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অন্য কোন ব্যবসার কথা ভাবুন।
মীন রাশি
আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নিয়ে নিন, তা না হলে শারীরিক অসুস্থতা দুঃচিন্তার কারণ হতে পারে। যারা টিভি মিডিয়ার সাথে জড়িত তাদের জন্য দিনটি আশাহত হতে পারে এবং জ্বর, গলা ব্যথা দুঃচিন্তার কারণ হতে পারে। কাজের মাধ্যমে অন্যের আশীর্বাদ পাবেন।