আজকের রাশিফল: ১৫ মে ২০২০
১৫ মে ২০২০ ১৫:৫৮ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩৫
জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।
১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এদের নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ, সে কারণে প্রত্যেকটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।
ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২টি রাশি, ৯টি গ্রহ ও ২৭টি নক্ষত্র নিয়ে গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি সেসব জানা যায়। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে-
মেষ রাশি
আপনার জীবনের পরিকল্পনা বা কাজগুলোকে অগ্রাধিকার অনুসারে সঠিক সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে মনোযোগের সাথে সম্পাদন করতে দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠুন আজই। উদ্ভাবনী হয়ে কাজ করলে উল্লেখযোগ্য উন্নতি করতে পারেন। অনেক সমস্যার সঙ্গে আপনাকে চ্যালেঞ্জের সাথে এগিয়ে যেতে হবে।
বৃষ রাশি
আপনার ইতিবাচক মনোভাব ও পদ্ধতির জন্যই আপনি সব বাধা অতিক্রম করতে সক্ষম। অতি আবেগ প্রবণ হয়ে কোন কাজ করা ঠিক হবে না। যারা এখনো সিঙ্গেল আছেন তাদের অনেকই প্রেমে জড়াতে পারেন। আপনি খুঁজছেন একজন আদর্শ সঙ্গী/সঙ্গিনী, আজ হয়ত তার সন্ধান মিলতেও পারে।
মিথুন রাশি
বিয়ের জন্য মনের মানুষ পেতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। যারা ইতোমধ্যে প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, তাদের সম্পর্ক আরো দৃঢ় ও প্রগাঢ় হবে। বিবাহিত জীবনে সঙ্গীকে কিছুটা স্বাধীনতা দেয়া উচিৎ হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন সদস্য উন্নতির কারণ হতে পারে। অজানা কারণেই আজ মন প্রফুল্ল থাকবে।
কর্কট রাশি
নতুন ব্যবসা শুরু বা ব্যবসা বৃদ্ধি বা সম্প্রসারনের বিষয়ে পরিকল্পনা অত্যন্ত শুভ। সহযোগী বা সহকর্মীদের সাথে সঙ্গতিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিৎ হবে। ব্যবসার জন্য দীর্ঘমেয়াদি কৌশল বেশি শুভফল দিবে। আপনার পক্ষে কঠোর পরিশ্রম দ্বারা অসাধ্যকে সাধ্য করা সম্ভব। আগের বিনিয়োগ ভালো লাভ দিবে। আয়-রোজগারের উন্নতি হবে।
সিংহ রাশি
সম্পত্তি কেনায় শুভ যোগ আছে। সঠিক পরিকল্পনা করে খরচ করা যথোপযুক্ত হবে। ক্রীড়াবিদদের মনবল আরো দৃঢ় হবে। সচেতনতা বাড়াতে হবে। বাইরের জগতের মধ্যে বিরোধের সম্মুখীন হবেন। মানসিক শক্তি বাড়িয়ে আপনার জীবনে প্রয়োজনীয় বিষয়ে সাফল্য অর্জনে আরো নির্দিষ্টভাবে পরিশ্রম করুন। অন্যের সাথে আপনার আদর্শ ও ধারনাগুলো শেয়ার করতে পারেন
কন্যা রাশি
অন্যদেরকে সাথে নিয়ে সামাজিক উন্নতির জন্য কাজ করতে হবে আপনাকে। জীবনের অনেক বাঁধাকে অতিক্রম করার সঠিক পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন আজ। মানুষের সাথে আরো সক্রিয় সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন আপনি। আপনার পরিচিত মহলেই আপনার মনের মানুষটিকে খুঁজে পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে প্রেম শুভ বিবাহে রুপ নেবে।
তুলা রাশি
মনের মানুষের সাথে একান্তে সময় কাটানোর পরিকল্পনা সার্থক হতে পারে আজ এবং এতে একের প্রতি অন্যের মানসিক দূরত্ব অনেক কমে যাবে। দিনটি নতুন সম্পর্কের জন্য আদর্শ নয়। খুচরা ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। যোগাযোগ বৃদ্ধি আপনার সাফল্যের কারণ হতে পারে। আপনার পেশাদারিত্ব মনোভাব আপনাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
বৃশ্চিক রাশি
গুরুজনদের সমর্থনে আপনার কাজের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। নতুন সরঞ্জাম কেনার বা দীর্ঘ মেয়াদী বিনিয়োগের মাধ্যমে আপনার ব্যবসার সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন। ভ্রমণের দ্বারা মানসিক চাপ থেকে আপনার মন উপশম ও শিথিল হবে। খেলাধুলা ও শরীরচর্চা আপনার শারীরিক সুস্থতায় সাহায্য করবে। আত্মীয়দের কাছে পছন্দনীয় হতে তাদের সাথে বেশী সংযোগস্থাপন করতে হবে।
ধনু রাশি
অন্তঃসত্ত্বা মায়েরা সাবধানে চলাফেরা করবেন। নতুন প্রকল্প শুরু করার আগে অসম্পন্ন প্রকল্প/কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করাই হবে লাভজনক। আপনার বর্তমান উদ্দেশ্য পর্যালোচনা এবং নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা অত্যাবশ্যক। কৌশল প্রয়োগে ও লক্ষ্য অর্জনে আপনার সহযোগীদের সহায়তা চাইতে হবে আপনাকেই। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি বা উন্নতির লক্ষণ আছে।
মকর রাশি
যেখানে আধ্যাত্মিকতা সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। বিদেশ ভ্রমন অত্যন্ত শুভ এবং এতে আপনি আরো আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হবেন। বিদেশ ভ্রমন আপনার জীবনকে আরো উপভোগ্য করে তুলবে। কাজের নেটওয়ার্কিং আরো ফোকাস করা উচিত হবে এবং মানুষের সাথে আরো যোগাযোগ বৃদ্ধি করতে হবে। অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির যোগ আছে।
কুম্ভ রাশি
সহযোগীরা আপনার পরিকল্পনা অনুসরণ করে কাজ করবে আর এতে প্রতিষ্ঠানে আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেমজীবনে আশাভঙ্গের যোগ আছে। নতুন কোন সম্পর্ক আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে। মোটামুটি স্থায়ীভাবে আর্থিক সমস্যার সমাধান করার একটা রাস্তা আপনি পেয়ে যাবেন আজ।
মীন রাশি
নিরাপত্তা বাহিনীতে কর্মরতদের জন্য দিনটি বিশেষ ফলপ্রসূ।যারা ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত তাদের জন্য দিনটি ভালোই কাটবে। ছাত্রছাত্রীদেরকে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে ও অযথা সময় নষ্ট করা ঠিক হবে না। সৃষ্টিশীল কার্যক্রমে নিজেকে ব্যস্ত রাখতে হতে পারে আজ। স্বাস্থ্যের উন্নতির জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলা বাঞ্ছনীয়। পারিবারিকভাবে যথেষ্ট বুদ্ধি করে চলতে হবে আজ।
লেখক: জ্যোতিষ ও বাস্তগবেষক