আজকের রাশিফল: ৬ মে ২০২০
৬ মে ২০২০ ১০:০০ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩১
জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় করে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে। ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন –এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ, যে কারণে প্রত্যেকটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।
ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২টি রাশি, ৯টি গ্রহ ও ২৭টি নক্ষত্র নিয়ে হিসেব গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ণ হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল প্রাত্যহিক জীবনের বিশালতার তুলনায় খুবই সামান্য আকারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে-
মেষ রাশি
জরুরী কাজগুলো দ্রুত করে ফেলুন। যুবকরা এমন কোন কাজ করবেন না যেন আইনানুগ ঝামেলা পোহাতে হয়। ব্যবসায়ীরা অনেক চাপে থাকবেন। মন প্রফুল্ল থাকতে পারে।
বৃষ রাশি
অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা আছে আর বিবাহিতদের জীবন সাথীর প্রতি যত্নশীন হওয়া উচিৎ হবে। বাচ্চা সাময়িক কোন ছোটখাটো রোগে ভুগতে পারেন।
মিথুন রাশি
আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। আপনার বুদ্ধি এখন ভাল কাজ করবে না তাই সময় নিয়ে কাজ করুন আর খারাপ লোকদের থেকে নিজেকে দূরে রাখুন। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে।
কর্কট রাশি
ব্যবসা-বাণিজ্য নিয়ে দুঃশ্চিন্তা না করে, সর্বশক্তিমানকে স্মরণ করুন। সমস্যা শুধু এখন আপনার একার নয়, সকলের। বিলাসিতা কমান। অন্তঃসত্ত্বারা একটু সাবধানে চলাফেরা করবেন।
সিংহ রাশি
শারীরিক ও মানসিক কষ্ট বাড়তে পারে। কারোর সাথে বিবাদে যাবেন না। জীবিকার জন্য হয়ত আপনাকে ধার করতে হতে পারে। মায়ের শরীরের দিকে খেয়াল রাখুন।
কন্যা রাশি
বুদ্ধিমত্তার সাথে কাজ করতে থাকুন। কর্মজীবীদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বিবাহিতরা পরিবারে বেশি সময় দেয়ার চেষ্টা করুন।
তুলা রাশি
লক্ষ্য রাখুন আপনার দ্বারা যেন অন্যের কোন ক্ষতি না হয়ে যায়। শত্রুতা বাড়তে পারে। ব্যবসায়ীরা কেউ কেউ হঠাৎ পাওনা টাকা পেতে পারেন। প্রতিদ্বন্দ্বী না বাড়ানোই ভাল।
বৃশ্চিক রাশি
গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত করে ফেলুন। বিপরীত লিঙ্গের সাথে নতুন সম্পর্ক তৈরিতে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। হঠাৎ কোন সুখবর আপনাকে আনন্দিত করে তুলতে পারে।
ধনু রাশি
যে কোন বিষয়ে দোদুল্যমান মনোভাব ত্যাগ করুণ। সুনির্দিষ্ট পথে এগিয়ে যেতে থাকুন। নিজের কোন ছোট ভুলের জন্য যেন অন্য মানুষের ক্ষতি না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখুন।
মকর রাশি
আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। কোন প্রকার বদনাম যেন না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখুন। যাদের ডায়াবেটিস আছে তারা একটু বেশী সাবধানে থাকবেন। নিয়মিত রক্তচাপ চেক করুন।
কুম্ভ রাশি
খেলোয়াড় ও অভিনেতা-অভিনেত্রীদের জন্য সময়টি ভালো, তবে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। নিজের দক্ষতাকে ঊর্ধ্বতনদের কাছে পরিষ্কার করার চেষ্টা করুন। অলসতা বর্জন করুন।
মীন রাশি
কর্মস্থলে পরিবর্তন হতে পারে। চিন্তা করে খরচ করুন। মান-সম্মান বৃদ্ধি পেতে পারে। অন্যকে দেখে শিখুন। প্রতিহিংসা পরায়ণ না হয়ে, নিজের ভেতর ক্ষমাসুলভ গুণ বৃদ্ধি করুন।
লেখক: জ্যোতিষ ও বাস্তগবেষক