Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিসবনে বরিশাল এসোসিয়েশন অব পর্তুগালের ইদ পুনর্মিলনী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ০৯:২৪ | আপডেট: ১৪ মে ২০২২ ১৬:৫৭

ঢাকা: পর্তুগালের লিসবনে বরিশাল এসোসিয়েশন অব পর্তুগালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইদ পুনর্মিলনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১২ মে) লিসবনের একটি স্থানীয় হল রুমে অনুষ্ঠিত পুনর্মিলনীতে পর্তুগালে অবস্থানরত বৃহত্তর বরিশালের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তারা কাজের মাধ্যমে পর্তুগালের মূলধারায় আরও বেশি করে সম্পৃক্ততা, দেশের সুনাম বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও উন্নত ও দৃঢ় করার জন্য সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

কমিটির সভাপতি শাহীন সাঈদের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রাক্তণ প্রতিষ্ঠাতা সেক্রেটারি মিজানুর রহমান খান, বর্তমান সেক্রেটারি এম কে নাসির, মহিলা সম্পাদিকা মারিয়া অলী, উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিন সহ-সভাপতি আবদুস সালাম ও ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রয়েলসহ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটির প্রচার সম্পাদক স্বপ্নীল নিশান।

অনুষ্ঠানে নতুন কমিটির পক্ষ থেকে উপদেষ্টা জনাব মিজানুর রহমান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর