Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে নতুন উপজেলা ও রেললাইনের দাবিতে যুক্তরাজ্যে মানববন্ধন

সারাবাংলা ডেস্ক
১৫ জুলাই ২০২১ ০১:৩৮

ঢাকা: জাউয়াবাজার উপজেলা পরিষদ বাস্তবায়ন ও গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ রেললাইনের দাবিতে সোমবার (১২ জুলাই) যুক্তরাজ্য প্রবাসীরা আলোচনা সভা ও মানববন্ধন করেছেন। ‘জাউয়াবাজার উপজেলা ও গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ রেললাইন বাস্তবায়ন যুব ঐক্য সংগ্রাম পরিষদ ইউকে’ এসব কর্মসূচির আয়োজন করে। যুক্তরাজ্যে এবারই প্রথম জাউয়া বাজার উপজেলা ও রেললাইনের দাবিতে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আলীর পরিচালনায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সমাজসেবীরা বক্তব্য রাখেন।

এতে বক্তারা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ অন্যান্যদের উদ্দেশ্যে তাদের দাবি তুলে ধরেন। বক্তারা অনতিবিলম্বে জাউয়াবাজার উপজেলা এবং গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ রেললাইন বাস্তবায়নের জোর দাবি জানান।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর