Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু


১০ জানুয়ারি ২০২১ ০৯:৩৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৯:৩৭

ইতালি: ইতালিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম বাচ্চু (৩৮)।

জানা গেছে, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মিলানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত বুধবার (৬ জানুয়ারি) রাত আটটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিলান কনস্যুলেট অফিসে চাকরিরত জাকির।

জাহাঙ্গীর আলম ২০১১ সালে লিবিয়া থেকে ইতালিতে আসেন। তার দেশের বাড়ি বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুরের রামগঞ্জে। মৃত্যু কালে স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে জাহাঙ্গীর আলমের মৃত্যুতে তার দেশের বাড়ি ও ইতালির বাংলা কমিউনিটিতে চলছে শোকের মাতম। ইতালির বাংলা কমিউনিটি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

 

ইতালি প্রবাসী

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর