Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনল্যান্ডে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা 


৩ আগস্ট ২০২০ ২২:২৬

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিনল্যান্ডে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। শুক্রবার (৩১শে জুলাই) সকাল ৯টায় রাজধানী হেলসিঙ্কি`র রায়াক্যুলান টেনিস কেস্কুস ভানতাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় ঈদের জামাত পালিত হয়েছে ।

জামাতে ছিল উপচে পড়া ভিড়। জামাতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

ঈদের জামাতের পর প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশের মুসল্লিরা করোনার কারণে কোলাকুলি করা থেকে বিরত থাকেন। এসময় তারা দূরত্ব বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এর আগে ঈদ উপলক্ষে সারা দেশের বিভিন্ন শপিংমলে গভীর রাত পর্যন্ত বেচাকেনা হয় ।

উল্লেখ্য, ঈদের জামাতে বাংলাদেশী কমিউনিটির নেতাকর্মীসহ বিভিন্ন বয়সের প্রবাসীরা উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর