আরব আমিরাতে স্কুল গ্রাজুয়েশনে সিলেটের ২ ভাইয়ের কৃতিত্বপূর্ণ ফল
১৪ জুলাই ২০২০ ১৩:৫৩
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের স্কুল গ্রাজুয়েশনে কৃতিত্বপূর্ণ ফলাফল অজন করেছে দুই বাংলাদেশি সহোদর। আল আইনে বসবাসকারী এই দুই শিক্ষার্থী মোহাম্মদ আফজাল হোসাইন ও আহমেদ আজমল হোসাইন।
তারা আল আইনে জাখের এলাকায় বসবাসকারী আব্দুস শহীদের ছেলে। সিলেটের জকিগঞ্জের জামুরাইলে তাদের গ্রামের বাড়ি। সিলেট শহরতলীর শাহপরাণ উপশহর এলাকাতেও তাদের বাড়ি রয়েছে।
সোমবার (১৩ জুলাই) অনলাইনের মাধ্যমে তারা গ্রাজুয়েশন সনদ পায়। এর আগে গত ২৯ জুন তাদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। বিশ্বময় করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল আইনের ‘খালিদ বিন ওয়ালিদ’ স্কুলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তারা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভতি নেয় স্কুলটি। আরব আমিরাত সরকারের অর্থায়নে স্কুলটি সম্পূর্ণ আবাসিক ও সরকারিভাবে পরিচালিত হয়।
আফজাল ও আজমল-এর কৃতিত্বপূর্ণ সাফল্যে গর্বিত তাদের বাবা আব্দুশ শহীদ ও মা ছালেহা বেগম। আফজাল ও আজমল-এর জন্ম আল আইন শহরে। সেখানেই বেড়ে উঠা। তারা দু’জন কোরআনে হাফেজ। পাঁচ ভাই বোনের মধ্যে মোহাম্মদ আফজল হোসাইন সবার বড় আর তৃতীয় আহমেদ আজমল।
আফজল এবং আজমল জানায়, তারা আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চায়।