Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিন কোরিয়ার গিম্পু সিটিতে ভিসা বিষয়ক সেমিনার 


১৩ জানুয়ারি ২০২০ ১৫:৫৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৫:৫৬
দক্ষিণ কোরিয়ার গিম্পু সিটিতে শনিবার (১১ জানুয়ারী) কোরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ভিসা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজনে মুসলিম হালাল ফুড মার্ট। সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা কিম ওল সু কোরিয়ার ভিসা সংক্রান্ত নানা জটিল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কোরিয়ান ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা, ২০২০ সালের পরিবর্তিত নিয়ম, ই7-4 ভিসার প্রস্তুতি সম্পর্কিত কৌশল এবং অবৈধ বাসিন্দাদের স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তন ও পুনরায় কোরিয়া প্রবেশের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে  জিএমই রেমিটেন্স এর বিশেষ সেবা কার্যক্রমও পরিচালিত হয়।
তিনঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশীদের নানা প্রশ্নের  উত্তর দেন কিম ওল সু। বিদেশী কর্মীরা কীভাবে ই 9  ভিসাকে ই7-4 ভিসায় পরিবর্তন করতে পারবে, একই কোম্পানিতে ৪ বছর ১০ মাস বৈধভাবে কাজ করার পর কীভাবে রি-এন্ট্রি হবে, যারা চাকরি পরিবর্তন করেছেন তারা কী প্রক্রিয়ায় আসবেন, ভিসাবিহীন লোকদের জন্য নতুন কি সুযোগ সুবিধা এসেছে- সব বিষয়ে বিশদ আলোচনা করেন। একই সঙ্গে কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জন প্রোগ্রামে (KIIP) জুলাই থেকে নিয়মের পরিবর্তন বিষয়েও কথা বলেন।
সেমিনারে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান মুসলিম হালাল ফুড মার্টের কর্ণধার ওক সুন কু। সভাপতিত্ব করেন বাংলাদেশ  স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন (বিএসকে) সভাপতি  কাজী শাহ আলম। দোভাষী হিসেবে ছিলেন তরুণ উদ্যোক্তা সাব্বির আহমেদ। এছড়াও উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ওমর ফারুক হিমেল, সংগঠক বায়েস, আব্দুল হামিদ।

বিজ্ঞাপন

গিম্পু দক্ষিণ কোরিয়া ভিসা সেমিনার