Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় বাংলাদেশির মৃত্যু: বেপরোয়া সেই চালক গ্রেফতার


১৭ আগস্ট ২০১৯ ১৯:২৪ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৩:০৪

ঢাকা: কলকাতার শেক্সপিয়র সরণিতে দুর্ঘটনার জেরে সেই বেপরোয়া চালক আরসালান পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দিনগত রাত ১টা ৫০ মিনিটে শেক্সপিয়র সরণিতে গাড়িচাপায় কাজী মহম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০) নামে দুই বাংলাদেশি নিহত হন।

দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে, বেপরোয়া গতিতে জাগুয়ার গাড়িটি চালাচ্ছিলেন কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁ চেনের মালিকের ছেলে আরসালান পারভেজ।

এদিন ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত করে জানান, দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ির ডেটা রেকর্ডার থেকে সংঘর্ষের সময় গাড়ির গতিবেগ এবং সংশ্লিষ্ট তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখা হবে।

আরও পড়ুন: কলকাতায় বেপরোয়া গাড়ি পিষে দিলো ২ বাংলাদেশিকে

কলকাতা বাংলাদেশির মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর