ধর্ষণের অভিযোগে ইতালিতে ২ বাংলাদেশি গ্রেফতার
১৪ জুলাই ২০১৯ ১৮:৪৩
ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোতে এক ইতালিয়ান ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে ইতালিয়ান পুলিশ। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করতে মাঠে নামে ইতালিয়ান পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন এবং আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে পুলিশ।
শনাক্তের পরপরই সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯) নামের দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ভোরে পাবে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। ফেরার পথে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, তারা ধর্ষণের ভিডিও নিজেদের ফোনে ধারণ করে রেখেছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া বাংলাদেশিরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। পুলিশ হেফাজতে থাকা দুই আসামি অন্য কোনো অপরাদের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল।
সারাবাংলা/এমও