Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াতে চায় ‘কণ্ঠচিত্র’


২১ জুন ২০১৯ ১৪:১৮ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৪:২০

আবৃত্তিসহ কণ্ঠ সংশ্লিষ্ট সকল মাধ্যমে আলো ছড়ানোর অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করছে সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘কণ্ঠচিত্র’। সংগঠনটির স্লোগান ‘দৃঢ় কণ্ঠে হোক চিত্রিত উচ্চারণ’। শুক্রবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এই উপলক্ষে কণ্ঠচিত্র-এর প্রথম আবৃত্তি অনুষ্ঠান ‘আরো কত শব্দহীন হাঁটবে তুমি’র আয়োজন করা হয়েছে। আগামী ৩০ জুন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইট্‌সের জুইস সেন্টার মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এই সাংস্কৃতিক আসরে আবৃত্তি করবেন, শান্তা শ্রাবণী, অদিতি সাদিয়া রহমান, সেমন্তী ওয়াহেদ, আনোয়ারুল হক লাভলু, হীরা চৌধুরী এবং মিজানুর রহমান বিপ্লব। অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনা করেছেন, মিজানুর রহমান বিপ্লব।

শুদ্ধ, নান্দনিক ও সৃজনশীল সংস্কৃতি চর্চার চেষ্টায় ‘কণ্ঠচিত্র’র পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে প্রবেশের সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

আবৃত্তি কণ্ঠচিত্র