Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিআইপিসহ ২ বাংলাদেশির মৃত্যু


২১ মার্চ ২০১৯ ১১:৩১ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ১১:৫৪

সৌদি আরব থেকে: সৌদি আরবের রিয়াদ-দাম্মাম মহাসড়কের আল হাবুর নামক একটি স্থানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশিসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও এক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

নিহত দুই প্রবাসী বাংলাদেশির মধ্যে বাগেরহাটের মো. শাহীন সৌদি আরবে বিনিয়োগকারী ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা পেয়েছিলেন তিনি। প্রবাসী আরেক বাংলাদেশি ফেনী সদরের মো. সাইফুল ইসলাম। অন্যদিকে, ফেনীর মোহাম্মদ তপন আহত হয়েছেন। অন্যদিকে, গাড়ির চালক পাকিস্তানের মো. খালেদও মারা গেছেন এই দুর্ঘটনায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মো. শাহীনের গাড়িতে করে একটি ব্যবসায়িক কাজে রিয়াদ থেকে দাম্মামে যাচ্ছিলেন তিন প্রবাসী বাংলাদেশি। গাড়িটি চালাচ্ছিলেন শাহীনের চালক খালেদ। পথে আল হাবুর নামক স্থানে গাড়িটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুই বাংলাদেশি শাহীন ও সাইফুল এবং চালক খালেদের মৃত্যু হয়। তপন আহত হন।

সারাবাংলা/টিআর

সড়ক দুর্ঘটনা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি