মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ড. সামাদের মৃত্যু
১৫ মার্চ ২০১৯ ২০:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৮:৫৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশি ড. মো. আব্দুস সামাদের। ড. সামাদ সেখানের লিংকন ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করতেন।
সারাবাংলাকে ড. সামাদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ইশা খাঁ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুলতান উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, আমরা তার মৃত্যুর খবর জানতে পেরেছি। সে আজ থেকে ৭-৮ বছর আগে দেশ ছেড়ে চলে যায়। সামাদ পিএইচডিও করেছে নিউজিল্যান্ড থেকে।
সুলতান উদ্দিন ভূঁইয়া আরও জানান, সামাদ সেখানকার মুসলিম সোসাইটিতে আরবি শিক্ষা দিত। ড. সামাদ তার কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও শিক্ষকতা করেছেন।
সারাবাংলা/ইএইচটি/এনএইচ