Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু


১৪ মার্চ ২০১৯ ১৫:০৮

।। সেলিম আহমেদ ।।

সৌদি আরব থেকে: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় খোকন আহমেদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) রাতে তায়েফ শহরের ফয়সালিয়া এই দুর্ঘটনা ঘটে। নিহত খোকন আহমেদের বড় ভাই আতাউর রাহমান বলেন, কাজ থেকে ফেরার পথে রাস্তার পাশে পিছন থেকে গাড়ি ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

এদিকে জেদ্দা কনস্যুলেট জেনারেল এফ.এম বোরহান উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, নিহত খোকন আহমেদের আত্মীয়রা তাকে যদি দেশে নিতে চায়, কনস্যুলেট লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করে দেবে।

নিহত খোকন আহমেদের বাড়ি মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার জগন্নাথপুরে ।

সারাবাংলা/এনএইচ

প্রবাসীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর