Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করল ডেনমার্ক আ.লীগ


৯ মার্চ ২০১৯ ০৩:৩১

।।  সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে কোপেনহেগেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৮ মার্চ) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু।  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র। মুক্তিযুদ্ধ চলাকালে বজ্র কণ্ঠে সেই বক্তৃতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাজানো হতো।  বিশেষ করে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ এই লাইনটি বেজে উঠতো বারবার। যা আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ, আহসান উজ্জামান, ডেনমার্ক যুবলীগের আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীদের সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যন্যরা।

সারাবাংলা/এসবি

৭ মার্চ ডেনমার্ক আওয়ামী লীগ