Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলজিয়ামে উদ্বোধন হল বাংলাদেশি রেস্তোরা ‘স্পাইসি হাউজ’


৪ মার্চ ২০১৯ ০৬:২৬

।। বেলজিয়াম করেসপন্ডেন্ট ।।

বেলজিয়ামে উদ্বোধন হল বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরা ‘স্পাইসি হাউজ’। বেলজিয়াম প্রবাসী কুমিল্লার দাউদকান্দির আখতারুজ্জামান এই রেস্তোরার উদ্যোক্তা।

শুক্রবার ( ১ মার্চ ) রেস্তোরাটি উদ্বোধন করেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘স্পাইসি হাউজ’ রেস্তোরার মাধ্যমে বেলজিয়ামে বাংলাদেশিদের ব্যবসায় নতুন দিগন্তের সূচনা হল। দেশটিতে মূলধারা রেস্তোরার ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশের কমিউনিটি। প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে অবদান রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই রেস্তোরার উদ্বোধনের ফলে বাংলাদেশি রন্ধন শিল্পের প্রসার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, সহ-সভাপতি বাবু বিধান দেব, সুজা চৌধুরী, ড. ফারুক মির্জা, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, তনু মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, ইকরাম সিকদার, জাহিদুল ইসলাম, শায়লা সারমিন কমিশনার, বিবিএফসির সভাপতি রত্না খান তমা, আশিক আলী।এ ছাড়াও কমিউনিটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে রেস্তোরার সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পাঠ করা হয়।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর