Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারের অগ্নিকাণ্ডে নিউইয়র্ক কনস্যুলেটে শোক প্রকাশ


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৮

।। সারাবাংলা ডেস্ক ।।

রাজধানীর চকবাজারের অগ্নি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে  নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলে।  নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে কনস্যুলেটে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে। কনস্যুলেট থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসেবে সোমবার (২৫ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। এদিন সকালে কনস্যুলেট জেনারেলে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

এছাড়া নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে কনসাল জেনারেল, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুরিহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

সারাবাংলা/ আরএ

কনস্যুলেট জেনারেল চকবাজারের চুড়িহাট্টায় আগুন নিউইয়র্ক শোক প্রকাশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর