Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলানে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি’র আত্মপ্রকাশ


২৫ ডিসেম্বর ২০১৮ ০৩:০৩

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে।।

ইতালির মিলানে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি’ নামক সংগঠন যাত্রা শুরু করেছে। এই উপলক্ষে রবিবার (২৩ ডিসেম্বর) মিলানের স্থানীয়  একটি রেস্টুরেন্টে বিজয় দিবসের আলোচনা ও নবগঠিত ফাউন্ডেশনটির কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনটির ৫১ সদস্যের কার্যকরী কমিটির নাম ঘোষণা ও পরিচিত করানো হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হাজী  মোঃ সেলিম হোসাইন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়সিউজ্জামান লেনিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মেসবাহ উল হক মুহিত অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মোঃ আল আমীন, সহ সভাপতি মাকসদুর রহমান সেতু, সহ সভাপতি হাফিজ উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদসহ অনেকে।

 

সারাবাংলা/আরএফ 

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর