Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট সামনে রেখে দেশে ফিরছেন রাজনীতিতে সক্রিয় প্রবাসীরা


১২ ডিসেম্বর ২০১৮ ১৬:০৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে আসছেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ সরকারকে ফের ক্ষমতায় আনতে নিজ নিজ এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করবেন তারা। প্রবাসীদের জন্য আওয়ামী লীগ সরকারের অবদানের কথাও তুলে ধরার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সভা করার পরিকল্পনাও রয়েছে তাদের।

এরমধ্যে দেশে এসেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম।

এছাড়া সুইডেন যুবলীগের আহ্বায়ক জুবাইদুল হক সবুজ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ-সভাপতি এম এ কাশেম, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকউল্লাহ বেশ কয়েকমাস আগেই দেশে ফিরেছেন।

এছাড়া ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ,সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন আতা, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চোধুরী সেলিমসহ আরও অনেকে দেশে আসবেন।

বিজ্ঞাপন

এদিকে, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রিজভী আলম নির্বাচন উপলক্ষে গত ১০ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ উপ-কমিটির সদস্যও মনোনীত হয়েছেন।

নিজ এলাকা খুলনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর পক্ষেও প্রচারণা কাজ শুরু করেছেন তিনি।

রিজভী আলমকে নির্বাচনি প্রচারণার দায়িত্ব দেওয়ায় স্পেন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন আতা, ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাফা, সহ-সভাপতি আব্দুল কাদের, মো. ইসলাম, আকতারুজ্জামান, বাবলা চৌধুরী, নুরা জামাল খোকন, দপ্তর সম্পাদক লিমন বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক ত্রিদিব বড়ুয়া, কাতালোনিয়া আওয়ামী লীগের বেলাল হোসেন, খালেদ রহমান, আব্দুল আজিজ, সান্তা কোলমা আওয়ামী লীগের সফিক স্বপন, বেলাল আহমেদ, গালিসিয়া আওয়ামী লীগের মো. আল আমিন, আলিকান্তে আওয়ামী লীগের সাদেকুর রহমান স্বপন, স্পেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খসরু চৌধুরী, স্পেন যুবলীগ নেতা সুমন নুর, সাইফুল ইসলাম, মাধব সাহাসহ সব অঙ্গ সংগঠনের নেতারা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ উপ কমিটির আহ্বায়ক গওহর রিজভী ও সদস্য সচিব ডা. দিপু মনিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সারাবাংলা/এমও

একাদশ জাতীয় নির্বাচন ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর