Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমে সাংবাদিকদের বিজয় ফুল কর্মসূচি


৯ ডিসেম্বর ২০১৮ ১৯:২৬

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।

পাঁচটি সবুজ পাতা ও মাঝখানে লাল বৃত্তের বিজয় ফুল। ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আমন্ত্রিত অতিথিদের এই বিজয় ফুল পরিয়ে দেওয়ার মাধ্যমে শুরু হয় বিজয় ফুল কর্মসূচির।

শুরুতেই লাল পোষাক ও কপালে সবুজ ফিতা পরে ছোট ছোট শিশু-কিশোররা পাঁচটি সবুজ পাতা ও মাঝখানে লাল বৃত্তের এই বিজয় ফুলগুলো কাটে। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের এই বিজয় ফুলগুলো পরিয়ে দেওয়া হয়।

অল ইউরোপ বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে বিজয় মাসের বিজয় ফুল কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেন, ‘নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসও জানাতে হবে।’

এই সময় রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার অল ইউরোপ বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেস ক্লাব ইতালিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই ধরনের আয়োজন করার জন্য। পাশাপাশি তিনি বলেন, ‘আমরা দেশে বা প্রবাসে যেখানেই থাকি না কেন, আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। আমাদের অনেক ত্যাগের বিনিময়ে এই বিজয়ের ইতিহাস পরিপূর্ণ ও সঠিক ভাবে জানতে ও আগামী প্রজন্ম কে জানাতে হবে। আর তাই এই ধরনের কর্মসূচি ও আয়োজন গুলো আমাদের বেশি বেশি করে করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের এই বিজয় আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে আর এই স্বাধীনতা যার জন্য আমরা পেয়েছি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

বাংলা প্রেসক্লাব ইতালির সদস্য ও ইউরোপের প্রবীণ সাংবাদিক হাসান মাহমুদের উপস্থাপনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও মাহতাব হোসেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি হাজী মো. জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর ও সাধারণ সম্পাদক নয়না আহমেদ।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও মাহতাব হোসেন  মুক্তিযুদ্ধের  ইতিহাস তুলে ধরেন এবং বলেন, ‘মুক্তিযোদ্ধারা শুধু মাত্র একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো যেখানে এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তাই সকলের উচিত এই স্বপ্নকে বাস্তবায়ন করা।’

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বাংলা প্রেসক্লাব ইতালির সহসভাপতি লাবণ্য চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন ও নুরুল আমিন জনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবীব মোকদম, মোহাম্মদ আলী, শামীমা পপি, নিলুফা বানু, জহিরুল ইসলামসহ আরোওঅনেকে।

সারাবাংলা/এফইউ/এমআই

বিজয় ফুল রোমে সাংবাদিকদের বিজয় ফুল কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর