Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটনে শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৮

।। সারাবাংলা ডেস্ক ।।

বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়ায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতারা কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন।

অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সিনিয়র সহসভাপতি শিব্বীর আহমেদ, সহসভাপতি জুয়েল বড়ুয়া, সহসভাপতি আনোয়ার হোসাইন, সহসভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সদস্য আবুল আযাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন দলের তিন সহসভাপতি আকতার হোসাইন, মজিবুর রহমান খান ও জি আই রাসেল।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য এবং জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

সারাবাংলা/টিআর

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ শেখ হাসিনার জন্মদিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর