Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্থ আমেরিকা কনভেনশন কমিটির নেতৃত্বে খুদা-মোহন


২২ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৯

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: কুদরত-ই-খুদাকে (ফ্লোরিডা) চেয়ারম্যান এবং মোহন জব্বারকে (জর্জিয়া) নির্বাহী সম্পাদক করে আগামী এক বছরের জন্য নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের (এনএবিসি) ২০১৮-১৯ নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে ইতরাদ জুবেরী সেলিম (কানাডা), নাফিস আহমেদ জুয়েল (ফ্লোরিডা) নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ম্যাসাচুয়েটসের লেকসাইড অ্যাভিনিউর হলিডে ইন হোটেলে এনএবিসি-২০১৮ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

৩০ সদস্য বিশিষ্টি কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম নির্বাহী সম্পাদক উত্তম কুমার দে (জর্জিয়া), যুগ্ম নির্বাহী সম্পাদক প্রকৌশলী আরশাদ আলী (ফ্লোরিডা), অর্থ সম্পাদক লিটন মজুমদার (ফ্লোরিডা) এবং নির্বাহী সদস্য হিসেবে সজীব চৌধুরী শামীম (ফ্লোরিডা), কাজী মতিউর রহমান (ফিলাডেলফিয়া), মনজুর হোসেন (নিউইয়র্ক), নাহিদ নজরুল (বোস্টন), আজিজুল ইসলাম (ডেট্রয়েট)।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর