Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদ্রিদে স্পেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩২

।। কবির আল মাহমুদ, স্পেন থেকে।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টম্বর) মাদ্রিদের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া।

সভায় বক্তারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং তার গড়া সংগঠন বিএনপিকে বাংলাদেশের জনপ্রিয় সংগঠন হিসেবে দাবি করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন হুমায়ূন কবির রিগ্যান। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির সহসভাপতি খায়ের আবুল খায়ের, এস এম আহমেদ মনির, মোর্শেদ আলম তাহের, মিল্টন ভূঁইয়া কচি, সোহেল আহমদ সামসু, আনোয়ারুল আজিম, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দিদার, আবু জাফর রাসেল, স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন, আ ন ম ইউনুস, কাজী জসিম, আকবর শেট, এস এম আসলাম, শাওন আহমেদ, খাইরুল আলম পলাশসহ অন্যান্যরা।

বক্তারা বলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।

বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর