Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ অগাস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ গ্রিস আ.লীগের 


২৭ আগস্ট ২০১৮ ১৭:৪৯

।। এথেন্স, গ্রীস থেকে ।। 

গ্রিস আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী এথেন্স শহরে ২১ অগাস্ট গ্রেনেড হামলা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রিস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। এর পরে ২১ অগাস্ট আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালে তৎকালীন বিএনপি জামাত সরকার আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করতে আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ সবাইকে হত্যার জন্য ২১ অগাস্ট গ্রেনেড হামলা করা হয়। মানববর্ম তৈরি করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেদিন শেখ হাসিনাকে প্রাণে বাঁচায়। কিন্তু আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অনেকেই নিহত হন।

এই হামলার দ্রুত বিচার দাবি করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত জন্য সরকারকে অনুরোধ জানান। আগামী দিনে এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন গ্রিস আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুবুল আহসান, আব্দুল করিম চাচা, সহসভাপতি কামরুজ্জামান, নান্নু খালাসী, এম এ সামাদ, আলিম খালাসী যুগ্ম সম্পাদক রানা মল্লিক, রুবেল আহমেদসহ অনেকে। এ ছাড়া গ্রিস আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর