১৯ জুন ২০২৪ ০৯:০৯ | আপডেট: ১৯ জুন ২০২৪ ১৩:২৫
চিড়িয়াখানার পাশেই ফয়’স লেকের পানির রাজ্য, সেখানেও ভিড় জমে হাজারও মানুষের।
ঈদুল আজহার দিনে কোরবানি নিয়ে ব্যস্ততায় অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। তবে ঈদের দ্বিতীয় দিনে আর ঘরে আটকে রাখা যায়নি মানুষকে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে ছুটে গেছে হাজার হাজার মানুষ। ফয়’স লেক থেকে শুরু করে চিড়িয়াখানা কিংবা পতেঙ্গা— প্রতিটি স্থানেই মুখরিত ছিল মানুষের কলকাকলিতে।
চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
-
-
সব বয়সী মানুষের কাছে এখনো ঘুরতে যাওয়ার অন্যতম প্রধান গন্তব্যের নাম চিড়িয়াখানা।
-
-
ঈদুল আজহার দ্বিতীয় দিনে চট্টগ্রাম চিড়িয়াখানায় যেন ঢল নেমেছিল মানুষের।
-
-
জেব্রার খাঁচাটির সামনে সব বয়সী মানুষের ভিড় ছিল দেখার মতো।
-
-
চিড়িয়াখানার পাশেই ফয়’স লেকের পানির রাজ্য, সেখানেও ভিড় জমে হাজারও মানুষের।
-
-
শিশু-বৃদ্ধ, ছেলে-মেয়ে সবার কাছে এখন সি পার্ক পরিণত হয়েছে অন্যতম আকর্ষণে।
-
-
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পানির রাইডগুলো উপভোগ এখন ভীষণ জনপ্রিয়।
-
-
পানির রাজ্যে হারিয়ে যেতে চায় সবাই।
-
-
পার্ক-চিড়িয়াখানার টানেও সাগরের টান কমেনি এতটুকুও। পতেঙ্গা সৈকতে গিয়েও মিলল তারই প্রমাণ, যেখানে যেদিকেই চোখ যায় সেদিকেই কেবল ছিল মানুষ আর মানুষ।
ঈদ বিনোদন
চট্টগ্রাম চিড়িয়াখানা
টপ নিউজ
পতেঙ্গা সৈকত
ফয়’স লেক
বিনোদনকেন্দ্র