১০ এপ্রিল ২০২৪ ২০:৩১ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ০২:৩৫
যারা মেহেদি-গ্লিটারসহ এক্সক্লুসিভ নকশার মেহেদি পরতে চান, তাদের জন্য সর্বোচ্চ ছয় হাজার টাকার প্যাকেজও রয়েছে।
রাত পোহালেই ঈদুল ফিতর। ঈদের আনন্দ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। আর কিশোরী, তরুণী থেকে শুরু করে সব বয়সী মেয়েদের কাছেই ঈদের এক অপরিহার্য অনুষঙ্গ মেহেদি। বৈচিত্র্যময় সব নকশায় দুই হাতে মেহেদি না পরলে যেন ঈদের আনন্দই জমে ওঠে না। ঈদের আগের দিন, বিশেষ করে চাঁদ রাতে তাই যেন মেহেদি পরার ধুম পড়ে যায় ঘরে ঘরে। যারা সুন্দর নকশায় মেহেদি পরাতে পারে, তাদের বাড়তি কদর দেখা যায় এই সময়। নকশাকারকে ঘিরে গোল হয়ে সিরিয়ালে বসে থাকে মেয়েরা, একে একে সবার হাত ভরে ওঠে মেহেদির রঙে। বাসার ছোট্ট শিশুটির হাতও রঙিন হয়ে ওঠে মেহেদির রঙে।
মেহেদি নিয়ে সবার আগ্রহের কারণেই এখন বাসাবাড়ি থেকে মেহেদি পরানোর কাজটি পেশাদারিত্বের সঙ্গেও হয়ে থাকে। বিভিন্ন পার্লার, শপিং মল ও মার্কেটে দক্ষ নকশাকারদের হাতে একে একে রঙিন হয়ে ওঠে সবার হাত। চট্টগ্রামের আফমী প্লাজা ও মিমি সুপার মার্কেট থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
-
-
শিশু, কিশোরী, তরুণী— ঈদের আগের দিন সবাই হাতে মেহেদি পরতে প্রস্তুত।
-
-
চাঁদ রাতে নগরীর বাড়িতে বাড়িতে বসবে মেহেদি পরানোর আসর।
-
-
চমৎকার সব নকশায় দুই হাতের এ পিঠ-ও পিঠ সেজে উঠবে মেহেদির নকশায়।
-
-
বাসায় যারা মেহেদি দিতে পারছেন না, তাদের জন্য এখন শপিং মল, মার্কেটে রয়েছে মেহেদি পরার সুযোগ।
-
-
চট্টগ্রামের আফমী প্লাজায় ১৫ জন ও মিমি সুপার মার্কেটে ২০ জন মেহেদি শিল্পী কাজ করছেন ঈদুল ফিতরের আগের দিন।
-
-
মার্কেট কর্তৃপক্ষগুলো বলছে, বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে মেহেদি পরানো। চলবে একদম দিবাগত রাত ৩টা পর্যন্ত।
-
-
মেহেদি পরানোর খরচেও রয়েছে নানা প্রকারভেদ। খরচ নির্ভর করে মূলত নকশার ওপর।
-
-
দুই হাতে একদম সাধারণ নকশার মেহেদি পরতে হলে ন্যূনতম খরচ ৩০০ টাকা।
-
-
যারা মেহেদি-গ্লিটারসহ এক্সক্লুসিভ নকশার মেহেদি পরতে চান, তাদের জন্য সর্বোচ্চ ছয় হাজার টাকার প্যাকেজও রয়েছে।
-
-
অন্যান্য পার্লার ও মার্কেটেও চলছে মেহেদি উৎসব। ঈদের আনন্দে মেতে উঠতে চাঁদ রাতে মেয়েদের ভিড় এসব মার্কেট ঘিরেই।
ঈদুল ফিতর
চাঁদ রাত
টপ নিউজ
মেহেদি
মেহেদি উৎসব