Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজার জমজমাট প্রথম রোজাতেই | ছবি


১২ মার্চ ২০২৪ ২২:৫১ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১১:২৩

মাংসের বিভিন্ন আইটেমের মধ্যে খাসির এই আস্ত লেগ পিসগুলোর চাহিদা সবসময় বেশি

পুরান ঢাকার চকবাজার। নানা ধরনের পাইকারি পণ্যের মার্কেট হিসেবে সারাবছরই সরগরম ক্রেতাদের উপস্থিতিতে। তবে রমজান মাসের কথা বলাই বাহুল্য। বাহারি ইফতারির শত বছরের ঐতিহ্য ধরে রেখে চকবাজার অনেকের কাছে ইফতারেই সমার্থক হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারেও প্রথম রমজানেই জমজমাট হয়ে উঠেছে চকবাজারের ইফতার বাজার।

চকবাজার ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় প্রায় সব ইফতার আইটেমের দামই এবার বেড়েছে। এর মধ্যে একটু বেশি বেড়েছে মাংস বা কাবাবজাতীয় খাবারের দাম। তারপরও চকবাজারের ইফতারের স্বাদ নিতে মানুষজনের কমতি ছিল না। চকবাজার ঘুরে ইফতার বাজারের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

ইফতার ইফতার বাজার চকবাজার চকবাজারের ইফতার টপ নিউজ পুরান ঢাকা পুরান ঢাকার ইফতার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর