ভালোবাসার রঙ ছড়াচ্ছে গোলাপের রাজ্য । ছবি
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬
উৎসব মানেই ফুল। ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে এলে সেই ফুলের মধ্যে বিশেষ করে কদর বেড়ে যায় গোলাপ ফুলের। যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফুলের চাষ হলেও এখন রাজধানী ঢাকায় এসব বিশেষ দিবসে গোলাপ সরবরাহের বড় একটি অংশ আসে সাভারের বিরুলিয়া থেকে। এই ইউনিয়নের শ্যামপুর, সাদুল্লাহপুর, মৈস্তাপাড়া, বাগ্নিবাড়ি, বাটুলিয়া, কমলাপুর ও আরাবাগ এখন ‘গোলাপ গ্রাম’ নামেই সবার কাছে পরিচিত। এসব গ্রামের প্রায় দেড় হাজার কৃষক ৩৫০ হেক্টর জমিতে চাষ করছেন গোলাপ ফুল।
গোলাপ বিক্রির জন্য শ্যামপুর ও মৈস্তাপাড়ায় ফুলের বাজারও গড়ে উঠেছে। চাষিরা বাগান থেকে ফুল তুলে বিকেলের মধ্যেই বাজারে নিয়ে যান। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ফুল বেচাকেনা। স্থানীয় ফড়িয়ারা দুই বাজার থেকে ফুল কিনে সরাসরি রাজধানীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। সেই গোলাপ গ্রাম থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান