Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট দিয়ে প্রমাণ করুন বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ২০:১২ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৪ ২০:১৩

ঢাকা: নির্বাচন যাতে না হয় সেই চক্রান্ত এখনও বিদ্যমান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে সচেতন। সেই অধিকার আমরা সংরক্ষণ করেছি। কাজেই ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিয়ে প্রমাণ করবেন যে, বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেষ নির্বাচনি জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ঢাকার পাশ্ববর্তী জেলায় আওয়ামী লীগ সভাপতির জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল নামে। দুপুর ২টার পর আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই জেলা যেহেতু ঢাকার খুব কাছে, সেহেতু নারায়ণগঞ্জ হবে স্মার্ট সিটি। স্মার্ট সিটি করে দেব।’ এছাড়া নারায়ণগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার প্রসঙ্গ তুলেও ধরেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘এটা আমরা করতে পেরেছি, একটাই কারণ। কারণ, আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন। যে কারণে এটা সম্ভব হয়েছে। আমরা ক্ষমতায় এসেছি, আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। যার কারণে এটা আমরা করতে পেরেছি।’

পদ্মা সেতু তৈরির প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘আমাদের উপর অপবাদ দিতে চেয়ছিল। আমি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। দুর্নীতির কথা বলেছিল ওয়ার্ল্ড ব্যাংক। আমি বলেছিলাম, প্রমাণ দিতে হবে। তারা প্রমাণ করতে পারে নাই। মামলা করেছিল তারা কানাডা ফেডারেল কোর্টে। কোর্ট বলে দিয়েছে, এখানে কোনো দুর্নীতি হয়নি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনারা জানেন, নিজের অর্থেই এই পদ্মা সেতু আমরা নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি বাংলাদেশ পারে। ৭ মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

শেখ হাসিনা বলেন, ‘এই নির্বাচন ঘিরে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন যাতে না হয় সেই চক্রান্ত এখনও আছে। যেহেতু নিজেরা নির্বাচন করে জিততে পারবে না। কাজেই দেশের মানুষকে বঞ্চিত করা ভোটের অধিকার থেকে। মিলিটারি ডিকটেটররা যখন একে একে ক্ষমতায় এসেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন আবার তারা সেই একই কাজ করতে চায়। আমরা বলেছি, নির্বাচন হবে। আজকে ৪ তারিখ, ৭ তারিখে নির্বাচন। আমি আপনাদের অনুরোধ করব, সবাই শান্তিপূর্ণ থাকবেন। শুধু আপনাদের নয়, আমি সারা বাংলাদেশের সকলের কাছে অনুরোধ করব- সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন।’ এ সময় তিনি প্রত্যেককে ভোট কেন্দ্রে যেয়ে ভোটের অধিকার ও সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান।

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। আজ আমরা ২০২৪-এ পা দিয়েছি। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে দিন বদলের সনদ, সেই বদল আমরা করতে পেরেছি। উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে ২০২৬ সাল থেকে। বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে উন্নয়নের পথে। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক, আমাদের শক্তি এ-দেশের জনগণ। আমাদের শক্তি এ-দেশের মানুষ। সেই মানুষকে নিয়েই আমাদের রাজনীতি।’

তিনি বলেন, ‘আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। স্বাধীনতা কারও দয়ার দান না। বাংলাদেশ কারও মুখাপেক্ষী হবে না। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে।’ কোভিড-১৯ চলাকালীন মানুষের পাশে তার সরকারের দাঁড়ানোর প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজয়ী জাতি আমরা। বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। আমরা মাথা উঁচু করেই চলব।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রমুখ।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনি জনসভায় নারায়ণগঞ্জ শহরে আসেন। এর পর বিগত ১৫ বছরে আর নারায়ণগঞ্জ শহরে আসেননি তিনি। তবে জেলার বিভিন্ন স্থানে সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর সরকারের নানান প্রকল্প ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলায় তিনবার আসেন প্রধানমন্ত্রী। তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে ২০১১ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জের বন্দরে এসেছিলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ২০১৩ সালের ২৪ আগস্ট আড়াই হাজার উপজেলায় উপস্থিত থেকে জেলার অনেকগুলো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধুকন্যা।

সারাবাংলা/এনআর/পিটিএম

গণতন্ত্র নারায়ণগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ ভোট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর