শেষ সূর্য
৩১ ডিসেম্বর ২০২৩ ২০:১২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ২৩:২০
সন্ধ্যা হয়— চারিদিকে মৃদু নীরবতা
কুটা মুখে নিয়ে এক শালিখ যেতেছে উড়ে চুপে;
গরুর গাড়িটি যায় মেঠোপথ বেড়ে ধীরে ধীরে;
আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তূপে;
কবি জীবনানন্দ দাশের সেই সন্ধ্যা নিয়ে এলো বছরের শেষ সূর্য। মৃদু নীরবতায় বছরের শেষ সূর্যটি অস্ত গেল রাত পেরিয়ে ভোরে নতুন সূর্য সঙ্গে করে নতুন বছর আনবে বলে।
রাজধানীর কেরাণীগঞ্জ ও হাতিরঝিল থেকে বছরের শেষ সূর্যাস্তের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান