Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফসলের মাঠে কৃষকের হাসি | ছবি


১৩ ডিসেম্বর ২০২৩ ১০:১৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১২:৩৬

‘আজ মনে পড়ে/ সেদিনও এমনি গেছে ঘরে/ প্রথম ফসল;/ মাঠে-মাঠে ঝরে এই শিশিরের সুর,/ কার্তিক কি অঘ্রাণের রাত্রির দুপুর;/ হলুদ পাতার ভিড়ে ব’সে,/ শিশিরে পালক ঘ’ষে-ঘ’ষে,/ পাথার ছায়ায় শাখা ঢেকে,/ ঘুম আর ঘুমন্তের ছবি দেখে-দেখে,/ মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে/ জেগেছিলো অঘ্রাণের রাতে/ এই পাখি।’

‘মাঠের গল্প’ কবিতায় লেখা জীবনানন্দ দাশের সেই অঘ্রাণ এখন প্রকৃতিতে। সকালের হিম সরিয়ে নরম উত্তাপ ছড়ানো রোদ্দুরে নতুন ফসলের ঘ্রাণ। কৃষক পরিবারগুলো তাই ব্যস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

বিজ্ঞাপন

চট্টগ্রামের রাঙ্গুনিয়াতেও সেই ফসলের উৎসব চলছে গুমাই বিলে। চট্টগ্রামের শস্যভাণ্ডারখ্যাত এই বিলের প্রায় তিন হাজার হেক্টর জমিতে এখন দুলছে পাকা আমন ধান। এর গন্ধ কৃষকের মুখে ফুটিয়েছে হাসি। ফসলের টানে ছুটে আসে পাখির দলও।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিল থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

সারাবাংলা/টিআর

আমন ধান গুমাই বিল টপ নিউজ পাকা ধান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর