ঝরা পাতা গো, আমি তোমারি দলে
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৩
সেই কবে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘অনেক হাসি অনেক অশ্রুজলে/ ফাগুন দিল বিদায়মন্ত্র/ আমার হিয়াতলে/ ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে/ শেষের বেশে সেজেছ তুমি কি এ’! প্রকৃতি যেন এখন সেই রঙে মাতোয়ারা।
প্রায় সব গাছেরই শুকনো পাতা ঝরে পড়ছে। বসন্তে সেসব জায়গায় এসেছে কুঁড়ি, নতুন পাতায় সাজছে প্রকৃতি। কোন গাছ ছেয়ে গেছে হলুদ পাতায়, মাঝে উঁকি দিচ্ছে সবুজ পাতা। হলুদ হয়ে যাওয়া পাতাগুলো ঝরে যাওয়ার অপেক্ষায়, কোথাও কোথাও গজিয়েছে নতুন পাতা।
এই ঝরে যাওয়ায় যেমন বিদায়ের ব্যথা, তেমনি বয়ে আনে নতুনের আগমণ ধ্বনি। প্রকৃতির এই পালাবদলের চিত্রগুলো রাজধানীর রমনা পার্ক থেকে তুলে এনেছেন সারাবাংলা’র ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/এমও