মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৬
বসন্ত বনে বনে। আমের বন মাতোয়ারা মুকুলের সৌরভে। ভ্রমর, মৌমাছি, পাখিদের মধু সংগ্রহের দিন বয়ে যাচ্ছে বাতাসে। ফাল্গুন এমনই উদ্বেল করে প্রকৃতি ও প্রাণ। মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ।
কংক্রিটের এই নগরেও ফুটেছে শাখায় শাখায় ফুল। ঘ্রাণে সুরভিত নাগরিক হৃদয়। নগরের নানা কোনায় কোনায় ফোটা সেইসব আমের মুকুলের ছবিগুলো তুলেছেন সারাবাংলা’র ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/এমও