Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্তলোকের প্রার্থনা


৩ নভেম্বর ২০২২ ১০:২১ | আপডেট: ৩ নভেম্বর ২০২২ ১৩:৫৮

পৃথিবী থেকে বিদায় নেওয়া স্বজনদের জন্য অনন্তলোকের প্রার্থনা জানাতে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন গির্জায় সমবেত হয়েছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বজুড়ে পালিত ‘অল সোলস ডে’ উপলক্ষে গতকাল বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় গির্জায় মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি স্বজনেরা প্রয়াতদের সমাধিতে ফুল ছিটিয়ে প্রার্থনায় শরিক হন।

চট্টগ্রামে শোকার্ত স্বজনদের সবচেয়ে বড় সমাগম হয়েছে নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জার কবরস্থানে। আর রাজধানীতে সন্ধ্যায় ওয়ারীর গির্জায় যথাযোগ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয় ‘অল সোলস ডে’ বা ‘মৃত আত্মার শান্তি কামনা দিবস।

বিজ্ঞাপন

মৃতদের আত্মার প্রতি স্বজনদের শুভকামনার সেইসব ছবি তুলেছেন সারাবাংলা’র সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান এবং চট্টগ্রাম ব্যুরোর স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী

সারাবাংলা/এমও

অল সোলস ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর