ব্যস্ততায় প্রতিমা কারিগররা
২৭ সেপ্টেম্বর ২০২২ ১০:১০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৩
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবের প্রধান অনুষঙ্গ হলো দেবী দুর্গার প্রতিমা। উৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
৪০ হাজার টাকা থেকে ৪ লাখ টাকার মধ্যে এসব প্রতিমা নির্মাণ করা হয়।
দুর্গাপূজাকে সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। পুরান ঢাকার নর্থব্রুক হল রোডের দুর্গা মন্দিরে রঙ তুলিতে প্রতিমা সাজাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। শিল্পীদের সেসব কর্মব্যস্ত মুহূর্তের ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসেপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/এমও