রানির কফিনের কাছে যাওয়ায় ব্যক্তি আটক
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩২
ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে আসা অপেক্ষারতদের সারি থেকে তার কফিনের কাছাকাছি চলে যাওয়ায় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হল থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে ‘পাবলিক অর্ডার অ্যাক্ট’ এর আওতায় আটক করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার সময় সেখানকার সরাসরি সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টের মুখপাত্র বলেন, ‘ওয়েস্ট মিনিস্টার হলের ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি যে রানিকে শেষ শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়ানো মানুষের মধ্য থেকে কয়েকজন রানির কফিনের দিকে যেতে চান। তাদের সেখান থেকে সরানো হয়েছে এবং বড় ধরনের ঝামেলা ছাড়াই আবারও মানুষ রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেছেন।’
এদিন সন্ধ্যার আগে রাজা চার্লস তৃতীয়, তার বোন প্রিন্সেস অ্যান , ভাই প্রিন্স এন্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ড ওয়েস্টমিনিস্টার হলে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওই আনুষ্ঠানিকতায় যোগ দেন।
রানি এলিজাবেথের মরদেহ সোমবার তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ওই হলেই রাখা হবে।
এদিকে, রানিকে শ্রদ্ধা জানাতে লন্ডনে ওয়েস্ট মিনিস্টার হলগামী কয়েক হাজার মানুষের সারি তৈরি হয়েছে। রানিকে শেষ শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট জায়গায় যেতে তাদের ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সারির কারণে আগত জনসাধারণের প্রতি সরকার সতর্কবার্তা জারি করেছে।
এর আগে, ৯ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু দিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার হাঁটাচলা করতে ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।
রানিকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা লন্ডনে যাচ্ছেন। আগামী সোমবার রানির অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবে।
সারাবাংলা/ইআ/আইই